নির্বাক আত্মদহন




তুই আমাকে কতখানি দূরত্বে রেখেছিস?
এর ব্যাপ্তি আমার জানা নেই।

তুই আমায় কতটা ভুলেছিস?
তোর ব্যস্ততায় আমার জায়গা নেই।

তুই আমার সর্বস্বজুড়ে থাকতে চেয়েছিস?
এ যে আমার নিয়তিতেই নেই!

তুই আমায় ভেবে কতটা পুড়েছিস?
সেই অনুভূতি আমার ডায়েরিতে লেখা নেই।