আমি নিজের মুখোমুখি হয়েছিলাম,
এবং দাঁড়িয়েছিলাম…
তোমার উপেক্ষার সামনে—
এতে কি সাহসের দরকার হয় না?
আমি সমস্ত আঘাত সহ্য করেছি। তবুও,
আমার মতো করেই বলেছিলাম…
তুমি ছাড়া আমার ভেতরে আর কেউই অবস্থান করে না—
এতে কি প্রার্থনার নীরবতা ভাঙে না?
একজন মানুষ আসলে কী?
তার আছেই-বা কী?
যদি সে নিজের না হয়…
তাহলে আর কিছুই করার নেই।
সত্যিই, আমি যা অনুভব করি, তা আর…
আজ থেকে তোমাকে বলার দরকার নেই।