নিঃস্বর স্পর্শ



প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না,
আমার জায়গাটা তুমি অন্য কাউকে দিয়ো।

আমাকে শুধু দিয়েই গেলে...
কখনও মনে করিয়েও দিলে না—
আমি যে তোমায় কিছুই দিতে পারি না!

খেয়াল করে দেখেছ,
আমার লেখায় যেন—
কখনও উচ্ছ্বাস প্রকাশ পেল না,
তোমার কাছে কখন‌ও—
মুখোশ পরে ফিরলাম না;
তবুও, আমি জীবনের নিয়মে ব্যর্থ, জানো?

এই বাঁধাধরা নিয়মের বেড়াজালে...
আমার মতন বেমানান কাউকে লাগে না।

ওসব মিথ্যে কথা,
আমি কাউকে ভালোবাসতে জানি না;
তবুও, আমার লেখা কবিতায়...
ভালোবাসার তীব্রতা বিফলে যায় না।

তুমি পাশ ফিরে শুয়ো না...
এই দ্বিধা আমি আর মেনে নিতে পারছি না;
তুমি আমায় ছুঁয়ে দেখো না,
এই শরীরের একান্ত ব্যাধিরা আর...
নিরাময় চায় না।

তুমি ভুলে যেয়ো আমায়...

এই অনুভূতির জ্যান্ত রূপ—
আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে
মুক্ত করতে পারবে না।