নিঃসঙ্গতার আনন্দ




কিছু সময় নাও,
চিন্তার সাথে একা হয়ে বসো।
তারপর…
সময়কে ছেড়ে দাও,
তার সাথে চিন্তাকেও।

প্রথমে মনে হবে… অসম্ভব;
কিন্তু আসলে তা নয়।
শান্ত সচেতনতায়
শুধু স্থির থেকো, নীরব থেকো।
কথা বলতে ইচ্ছে করবে,
মতামত দিতে ইচ্ছে করবে;
তবুও দিয়ো না।

ধৈর্য আর অভ্যাসে
উন্মোচিত হয় এক বিস্ময়কর অন্তর্দৃষ্টি।
বাঁচতে হলে মানুষের তা লাগে।

মনের সীমার বাইরে
অপেক্ষা করছে—
নিঃসঙ্গ পরিশুদ্ধি।
এই শুদ্ধতা…
অর্জনের নয়, গ্রহণের।