বেলা বয়ে যায়... পথের বাঁকে চেয়ে থেকে শুধু বেলা বয়ে যায়।
তবুও সে আসে না, প্রেম আসে না। আমার এ কী জীবন! হায়, এ-ই কি জীবন?
বারে বারে উলটে-পালটে চেখে মেখে দেখি, যেন চিনি না ভুলেও...কার এ জীবন, এ কে করে যাপন!
তার কোনও রঙ নেই, তার কোনও ঢং নেই। কাটে একঘেয়ে রোজ!
এ উঠোন ডোবে ঘোর ছায়া-অন্ধকারে... আর কাঁপে ঘেরাটোপে। এ-ই কি জীবন? আমার সাধের জীবন?
আমার কিছুই নেই যেখানে, সে আমার হয় কী করে? এরই নাম জীবন বুঝি?
জীবন শুধুই ছন্দ হারায়... তবু ছন্দ খুঁজে বাঁচাই জীবন!