নভোনীল প্রতিশ্রুতি

নীলা আর আমি,
আনন্দ আর সুলতা—
এই সম্পর্কগুলো...
আমাকে পীড়িত করে;
আমি মুক্তি চাই।

আমি একটি
বর্ণালী বিশ্বাসের দৃঢ়তায়
জীবনের প্রসারিত দেয়ালে
লিখে যাই যে-শ্লোগান,
তা শান্তির।

আমি জীবন থেকে
একটি প্রত্যয়কে ছিনিয়ে আনব,
আমি জীবন থেকে একটি নভোনীল
প্রতিশ্রুতিকে ছিনিয়ে আনব এবং
তারপর এক উচ্ছল হাসির বন্যায়
ভেসে যাব।

সুলতাকে আমি ভালোবাসি, কেননা
তার বিষণ্ন চোখের মায়া
আমাকে ক্লান্ত করে।

আমি একটি
দূরতম সকালের খোঁজে
বিকেলের রোদ ধরে
হেঁটে যাই।