আমার ক্ষতগুলো তোমার আনন্দের উপলক্ষ্য হোক, আমার কান্না তোমার জন্য বৃষ্টিস্নাত বর্ষা হোক; তবে আমি তোমার কেউ হতে চাই না।
আমার জমানো বুকের ব্যথা তোমার উঠোনের মেঘ হোক, আমার না পাওয়াগুলো তোমার সাফল্যের কারণ হোক; কিন্তু আমি যেন তোমার কেউ হতে না পারি।
আমার অপেক্ষা তোমার কাছে সময় নষ্ট করা হোক, আমাকে উপেক্ষা করা তোমার কাছে আনন্দ পাবার উৎস হোক; তবু আমার মতন কেউ তোমার না হোক।
আমাকে বের করে দিয়ে তোমার বুকে নতুন মানুষের জায়গা হোক, আমার শেষ হয়ে যাবার উপর দাঁড়িয়ে তোমাদের নতুন শুরুর গল্প হোক; যা হয় হোক, আমি আর তোমাকে উদ্দেশ্য করে বেঁচে থাকতে চাই না।
আমাকে অপবাদ দেওয়াটাই তোমার সান্ত্বনা হোক, তুমি যার প্রিয়, সে-ও তোমার প্রিয় হোক; আমার এই সস্তা জীবন তোমার মতন দামি কারুর জন্য উৎসর্গ করতে কিছুতেই আমি চাই না।