নগ্ন হাড়ের দুঃখ



তোমার দুর্বল জায়গাটা কোথায়, জানো?


তোমার মধ্যে অনেক ভালোবাসা আছে---
অনেক অনেক বেশি!


তুমি দাও, আর দিতেই থাকো, দিতেই থাকো...
ততক্ষণ পর্যন্ত,
যতক্ষণ না সব শেষ হয়ে যায়।
যতক্ষণ না শরীরের সমস্ত রক্ত শুকিয়ে যায়,
এবং তোমার নগ্ন হাড়গুলি কেবল পড়ে থাকে।


হ্যাঁ, এরপর...
তুমি হাসিমুখে তোমার হাড়গুলিকেও দিয়ে দাও...
ভালোবাসার জন্য।


এক ভালোবাসা বাদে
তোমার আর কিচ্ছু নেই।
তোমার প্রতিটি রক্তবিন্দু
সাক্ষ্য দেয়,
আজ তুমি নিঃশেষিত,
কেননা তোমার ভালোবাসাগুলি
কখনও তোমার নিজের জন্য ছিল না।
Content Protection by DMCA.com