আমি জানি,
আমি তোমাকে আর ভালোবাসতে পারব না;
মৃত মানুষ আবার ভালোবাসবে কী করে?
ভালোবাসা কেবল জীবিত মানুষদের জন্য।
আমি জানি,
তোমার সাথে আর কক্ষনো কথা হবে না—
তুমি যেন এক ধূসর স্বপ্নের মতন।
আমি জানি,
তোমাকে আর কক্ষনো
ছুঁয়ে দেখতে পারব না—
এই আক্ষেপটা…
বেঁচে থাকার চেষ্টা করলে,
…আরও বেড়ে যেত।