আমাদের জীবনে একধরনের জানালা আছে, যেখান থেকে সব কিছু খুব পরিষ্কারভাবে দেখা যায়। আমরা জানালার খোঁজ করতে পারি, কিন্তু জানালা দিয়ে যে-দৃশ্য দেখা যায়, তার খোঁজ করতে পারি না। কারণ আমরা জানিই না সেই দৃশ্য কেমন। যত কথা বলি বা লিখি, আসল অভিজ্ঞতার সঙ্গে তার তুলনা হয় না।
আমরা শান্তি, স্বস্তি চাইতে পারি। কিন্তু আমরা সরাসরি আলোকপ্রাপ্তি বা সত্যের দর্শন চাইতে পারি না। কারণ সেটি কেমন, তার কোনো ধারণাই আমাদের নেই।
জানালাটা আসলে আমাদের ভেতরেই আছে—এই দেহ-মনেই। কিন্তু তার ওপর পর্দা টেনে দেওয়া হয়েছে। শৈশবের নির্দোষ মুক্তি থেকে ধীরে ধীরে আমরা ভয়, সন্দেহ, অপরাধবোধ আর কৃত্রিম নিয়মের মধ্যে ঢুকে গেছি। ধর্ম ও সমাজের চাপে খুব তাড়াতাড়িই সেই জানালার আলো ঢেকে গেছে।
তবু যুগে যুগে কিছু মানুষ আমাদের মনে করিয়ে দিয়েছে—“একটি জানালা আছে, যেখান থেকে জীবনকে দেখা যায় নির্মলভাবে।”
আমাদের শুধু সেই ভুল ধারণা ত্যাগ করতে হবে যে, আমরা জানালার সামনে দাঁড়িয়ে নেই। শুধু হাত বাড়িয়ে পর্দা সরালেই হবে।
কিন্তু সমস্যা হলো—অহংকার (ইগো) খুব শক্তিশালী হয়ে গেছে। সে সহজে জায়গা ছাড়তে চায় না।
তাই সত্য দেখতে চাইলে আমাদের ভেতরের অহংকারের সঙ্গে লড়াই করতে হবে। এবং, সেই লড়াইয়ের শেষে আমরা পাবো—ভালোবাসা।