আমার রোদেলা দুপুরে হাজারো বাহানা, ওদিকে তোমার নীল রঙেই সব অনীহা! হতেই তো পারে অবিরত কত ইশারা শত, এদিকে আমার তুমি’তেই আর হয় না সাহস! তবু আমার রোমিও হবারই ভীষণ তাড়া, তোমার আবার জুলিয়েট হতেই পৃথিবীর মানা! ব্যর্থ এই মুখ পোড়া কয়লাকঠিন, তুমি বুঝলে না তার একটিও ব্যথা! লোকে একে বলে পাগলামিই! প্রেম? না, কখনওই না! খেয়ালি কোনও গিটারের সুর?…না না গো, সেও না! কোনও কাঁচাঘুমভাঙা রোদ্দুরে এক সকালটা, তোমার বারান্দার পাশেথাকা ফুলের বাগানটা! হঠাৎ আমার অদ্ভুত কোনও ঠায় উত্তালে, তুমি কটাক্ষ করে শেষ অবধি ঠিকই পালালে! তোমার পুরোটাই জুড়ে শুধু ভালোবাসা, আমার পাগলাটে এক বিষাক্ত নেশা! মাতাল কখনও হইও যদি, মনে থাকে তা-ও, ভুলেও তোমায় যাবে না ছাড়া গোটা জীবনেও!