চিত্রবৎ প্রার্থনা

একটি উপহার দেবো বলে আজও
উন্মুখ দাঁড়িয়ে আছি দরোজায়,
চিত্রবৎ দাঁড়িয়ে আছি অপেক্ষায়—
ফুলে-ওঠা দেহ, নিথর চোখ।

ভেসে যাচ্ছে শুধু হরিৎ প্রত্যাশায়।
একটু সময়ের জন্যে দু-হাত বাড়িয়ে আছি,
নিশ্চুপ গুনে যাচ্ছি প্রহর
একটি বিপরীত স্রোতে ভেসে যাব বলে;
মাঝদরিয়ায় হালহীন
বসে আছি উথাল হাওয়ায়।

একজন প্রার্থিত জনের কাছ থেকে
অন্তরঙ্গ প্রলেপের জন্যে আজও এই
পলেস্তারা খসে-পড়া বুকে বেঁধেছি কুহক।

তবুও সেই প্রার্থিত জন এল না…
হা ঈশ্বর!
তবুও সেই প্রার্থিত সময় এল না।
Content Protection by DMCA.com