এত কীসের পিছুটান তোমার? সবই তো এখন নিঃশেষ প্রায়! শূন্যতায় ভরা ঘর আর ফাঁকা একটা মন... এইটুকুই তো, তাই না? তোমার বাকির খাতায় এইটুকুই তো পড়ে আছে এখনও, তাই না, বলো? তবু...তবু তোমার কীসের এত পিছুটান, সত্যি বুঝি না! তবুও কোন এমন অপারগতায় তুমি পারছই না বলতে সে কেউই হয় না তোমার? ধরো, কোনও এক অশুভ দিনের অশুভ তিথিতে তার সাথে তোমার মুখোমুখি সংঘর্ষটা ঘটেই গেল! স্বাভাবিকভাবেই, তুমি কি তাকে আঁকড়ে ধরে চাইবে না রাখতে? না কি তখন আবারও শক্ত করে জড়িয়ে ধরে একই সাথে বাঁচার স্বপ্ন দেখাবে? তখনও কি তাকে দেবে না বলে সে তোমার কেউ ছিল না কখনও? বিদায়-অভিশাপ! বোঝো এই কথার মানে? বোঝো না, জানি। তুমি না বুঝেছ বিদায়কাল, তুমি না বুঝেছ অভিশাপ। বিদায়সম্ভাষণে তাই বুঝি তাকে পারোনি বলতেই কখনও সে সত্যিই তোমার কেউ ছিল না...!