কৃষ্ণপক্ষের রাতগুলি

চিত্রকরের শিল্পায়নটা যদি তুমি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে,
তবে বুঝতে পারতে, কতটা রংচটা অভিমান ওতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে,
রঙের মুখোশ পরে, অগোছালো।
গোছানো হয়নি কখনও, জানো?



ঠিক ওই যে…মনে করতে পারছ না তো?
আরে, তোমার ওই যে একটা সাজানো, পরিপাটি
মনভুলানোর নাট্যমঞ্চ রয়েছে না?
যেখানে তুমি প্রতি বারই আমায় ভুলিয়েছ
তোমার নিত্যনতুন মিথ্যে চটকদার সেই
বিশ্বাসভঙ্গের খেলায় মত্ত হয়ে থাকা প্রেমে…
মনে পড়েছে এবার?



হ্যাঁ, ওরকমই!
ঠিক ওরকম করেই…এই রংচটা অভিমানগুলোকে
ঠিক গুছিয়ে নেওয়াটা আর হলো না!



কী অসহায় এই অভিমান, তাই না?
তুমিও বুঝলে না তাকে!



আচ্ছা, স্বপ্নহীনতায় মানুষ বাঁচে কেমন করে?
অভিমান নিয়ে কৃষ্ণপক্ষের রাতগুলি কাটে কেমন করে?
বিষনয়নে পৃথিবীর রূপটাই কি তখন বিষ হয়ে ওঠে না, বলো?
শ্বাসরোধী হয়ে ওঠে না কি তখন হাওয়াপ্রবাহ?
হয় না কি তখন?
আমার তো হয়…তোমার হয় না কখনও?
Content Protection by DMCA.com