একটা ভূত---কালো।
এক ছেলে---কয়লার।
একজন বাসিন্দা---নরকের।
উপরের তিন অ-ভদ্রলোক একই ব্যক্তি।
তার কাজ, আগুনে কয়লা ছোঁড়া, কিংবা কয়লায় আগুন উস্কানো।
এর বদলে?
পৃথিবীর সব কাজেরই একটা এর-বদলে থাকে।
হ্যাঁ, আমাদের এই ব্যক্তিটিরও আছে।
সে রক্ত পুড়িয়ে হাড় বাঁচিয়ে রাখে।
সে ভাবে, সে আগুনের কুণ্ডে কয়লা দিচ্ছে।
সে জানে না, সে নিজেই বহু আগে কয়লা হয়ে গেছে।
কে সে? মানুষের মতন দেখতে।
নাম? তার নাম নেই। যারা গরীবেরও গরীব, তাদের কোনো নাম হয় না।