কষ্টের ঘর



বিরহ ও সুখের সহাবস্থানেই যেন—
আমার হৃদয়ের গহীনে,
তোমার বসবাস।

এ পথচলা ভীষণ পীড়নের,
কখনোবা অসহ্য সুখের।

ভালোথাকার...ভালোবাসা,
আর, ভালোবাসায়...ভালোথাকা,
নয় যে সমতুল্য!

মানুষ কি কেবল...প্রত্যাশায় বাঁচে?
না কি প্রত্যাশাতেই বাঁচে—কষ্ট?