: তোমার নাম বলে যাও। : যা ইচ্ছে ভেবে নাও। : আমি তবে চূড়া বলে ডাকি? : এটা আবার নাম হয় নাকি! : আরে ধুর, নামে কিছু যায় আসে নাকি? : নাম বেচে-খাওয়া মানুষের নাম বাদে সবটাই যে ফাঁকি। : কঠিন কথা ছেড়ে কন্যা সহজ কথায় আসো। : কী আর বলবে, এটাই তো যে, আমায় ভালোবাসো? : হ্যাঁ, কিন্তু তুমি তো মনে হয় না, ভালোবাসতে জানো! : হা হা, প্রেমের দেশের মানুষ তোমরা, ভালোবাসা-টাসাও মানো!? : ভালোবাসার চেয়ে দামি কোনোকিছু আর নেই পৃথিবীর কাছে। : শরীরের পুজো-করা ভালোবাসা তোমাদের কাছে ঠিকই হেরে বসে আছে!