কঙ্কাল—মানুষের দল

এখন নির্জন প্রহর!
জীবনের কোনো চিহ্ন নেই।
সচলতার মৃত্যু হয়েছে যেন!
চারপাশে কঙ্কাল—মানুষের দল।




আদিতে যা ছিল বাবা আদমের কালে,
এখনও অবিকল ঠিক তা-ই আছে;
সকাল কি বিকেল, প্রাত্যহিক যদিওবা,
প্রাণ, সে ঠিক ফিরে চলে চিরপুরাতন পথে।




এখন নির্জন প্রহর!
সকল সম্ভাবনার পথ রুদ্ধ।
পৃথিবীতে যুদ্ধ যুদ্ধ খেলা নিশ্চিত।
বালার্কের আলো সুদূরপরাহত।
বিশাল অন্ধকার কারাগার।
হাতছানি দিয়ে ডাকে কোথায়—
কাকে কত দূরে নিয়ে যায়...
কে জানে!




এখন নির্জন প্রহর!
আশেপাশে কেউ আছে কি না জানি না।
কারাগারে কোনো দাম নেই জীবনের,
দু-চোখের আলো আছে প্রহরী হয়ে,
তবু
কয়েদির ভিড় বাড়লেও,
প্রত্যাশা থাকে না।
Content Protection by DMCA.com