কখনো যদি

এই শুভ্র হাওয়া, এই শীতল ছোঁয়া,
এই এলোপথের দিগ্‌বিদিকে একটু উষ্ণ চাওয়া।
 
নেই কোথাও কেউ, তবুও কে যেন নিভৃতে
খুব গোপনে হৃদয় ছুঁয়ে যায়।
 
এই জীবন…আদুরে ভীষণ,
কখনো সুখের ঢেউ, কখনো ব্যথার দান।
 
প্রিয়, গোপনে শোনো,
কখনো যদি মনে পড়ে যায়
এই আমায়,
তবে চিঠি দিয়ো।
 
আমি ভালো আছি
তোমাকে ছেড়ে যতটা থাকা যায়—
তুমিও থেকো;
আমাকে ভুলে গেলেও
ভালো থেকো!