তোমার ফেসবুকের পোস্ট দেখলাম। তুমি বেড়াতে যাচ্ছ।
তোমার সাথে তোমার দুই বন্ধু, এক বন্ধুর একটা কুকুর।
তোমার পোস্টে কুকুরটার ছবিও দেখেছি।
দ্যাট ডগ ইজ অ্যা নাইস ডগ!
সেই কুকুরটা হয় একটা চমৎকার কুকুর!
...স্যার, অনুবাদে ভুল আছে কোনও?
আমি জানি, আমি তোমার সাথে যেতে পারব না। আবার,
এ-ও জানি, এইসব আমি কিচ্ছু বুঝি না, আমার তোমার সাথে যেতে ইচ্ছে করছে!
আমিও কিন্তু একদম রাগ করে কারও সাথে কোথাও চলে যাব বেড়ানোর জন্য!
তুমি যাও যেখানে খুশি! জীবন যেভাবে ভালো কাটে, সেভাবেই থেকো।
জীবনটা পচাভাবে কাটিয়ে কাটিয়ে দুম্ করে মরে গেলে কারও কিচ্ছু এসে যাবে না।
আমি আছি। এখানেই আছি। ইচ্ছে হলে, এসো…।
তোমার ফেরার অপেক্ষায় থাকি, থাকতে ভালো লাগে।
কখনও কখনও, তোমাকে পাওয়ার চাইতে…তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা…অধিক সুখের।
ভয় পেয়ো না, কারও সাথে কোথাও যাব দূরে থাক,
আমি নিজে নিজের সাথেও বেড়ানোর উদ্দেশ্যে
বাসা থেকে কখনও পা বাড়াইনি। আমার সময় হয়নি।
যখনই বেরিয়েছি, শুধুই কাজের জন্য, দায়িত্ব পালনের জন্যই।
আমার নিজের জন্য যেটুকু যাপন ছিল,
সেটা তোমার কাছ থেকে পাওয়া ক্ষণগুলির সমষ্টি।
আমার মনে হচ্ছে, এই শহরটা ক্রমশই ধূসর হয়ে যাচ্ছে…
এই শহরে আমি ভীষণ একা, এই মুহূর্তে আমার কোথাও কেউ নেই।
হাত বাড়ালে চোখের সামনে কেবলই শূন্যতা টের পাচ্ছি!
তুমি হয়তো ঘুমিয়ে পড়েছ, রাতের শব্দহীনতা ভেঙে ট্রেন ছুটছে…
আমার কেন জানি ঘুম আসছে না।
মনটা পড়ে আছে তোমার কাছে…
তুমি যেখানেই যাও না কেন, আমাকে সাথে রেখো।
পুরো পৃথিবীতে তুমি আমার একটাই গন্তব্য হয়ে থেকো,
…এইটুকুই আমার মনের দাবি।