এঁকে চলেছি যা

 
কিছু প্রশ্ন:


কে তুমি?
রাতভর জেগে জেগে কী করছ?
কালোকালির কলমের নিচে, সাদা কাগজের জমিনে
কী অত আঁকছ তুমি?


মেঝেতে জমে আছে দুমড়ানো কাগজের স্তূপ,
শেলফ থেকে ঝুলছে কয়েকটি আধখোলা বই,
রাতের নৈঃশব্দ্য ভেদ করে তোমার নিঃশ্বাস
তরঙ্গের পর তরঙ্গ সৃষ্টি করে চলেছে…


সামনে এক অচেনা পথ, সাথে ঘড়ির কাঁটার অবিশ্রান্ত টিক্‌ টিক্‌ শব্দ---
দুই মিলে তৈরি করে চলেছে এক মোহময় সুর,
সাদা কাগজের জমিন উঠছে ভরে---
সমুদ্রে, পাহাড়ে, অরণ্যে, লোকালয়ে…
আচ্ছা, এসব কী হয় তোমার?


কিছু অনুত্তর:


আমি পৃথিবী আঁকি, আমার পৃথিবী।
দিনযাপনের বিষণ্ণতা আর
রাত্রি-জাগরণের ক্লেশ আঁকি।


ভোরের সুষমামণ্ডিত উপচার দিয়ে
আমি এঁকে যাই আমার পৃথিবী…
এসব আমার একান্তই নিজের
যেখানে অতিথি হয়ে আসে কাঙ্ক্ষিত কিছু মানুষ।


না-দেখা স্বপ্নে ঘুম ভাঙে অবিরল জলধারায়,
কোনও হিংস্র প্রাণী বা মানুষ আমার পৃথিবীর
বাসিন্দা হতে পারে না।
সেখানে ঘাসের কোমল গালিচায় খেলা করে
কেবলই নির্বিরোধ হরিণেরা।


রাতভর জেগে জেগে
সাদা কাগজের জমিনে আঁকি, সৃষ্টি করি
এমনই এক পৃথিবী,
যা কেবলই আমার!
Content Protection by DMCA.com