আমার আজকাল নিঃশ্বাস নিতেও
ভীষণ কষ্ট হয়!
শেষ কবে বু্কভরে প্রশান্তি ছুঁয়েছি...
মনে পড়ে না,
শেষ কবে তোমায় দেখেছি...
স্মৃতিতে আসে না।
আজকাল আমি সারাক্ষণই জেগে থাকছি;
চোখ বন্ধ করলেও—
বিন্দুমাত্র ঘুম আসে না,
অস্থিরতা কাটে না;
শুধু ভাবি, তুমি আমার খোঁজ নাও না।
এই ভুলে-ভরা জীবনটাও
একদিন থমকে দাঁড়াবে,
যে-ক্ষণে তুমি শুধুই—
আমাকে ভালোবাসবে।