আশ্রয়ের খোঁজে




ফিরিয়ে দিতে পারো আমার স্বপ্নে-আঁকা একগুচ্ছ অনুভূতি?

অনুভূতির মৃত্যু বড়ো ভয়ংকর—পরক্ষণেই হারানোর ভয়, অস্পষ্ট শব্দের খোঁজে মত্ত ব্যথিত হৃদয়। রোজ‌ই হয়েছে নিথর চুক্তি, ছুঁতে পেরেছিলে কি শঙ্কিত আঁধারে আমার দেহখানি?

তবুও, বৃক্ষের কাছে গিয়েছি বারে বারে…নির্মল বাতাসে তছনছ হতে, নামহীন সেই মুহূর্ত গুনে আবেগ যেন শুধু তোমাকেই ছুঁয়েছে…সত্য-মিথ্যা, পাপ-পুণ্য—এ জগতে পায় কতখানি স্থায়িত্ব?

আমি ভীষণ এলোমেলো হয়ে আছি, জানো? এই মুহূর্তে আমার তোমাকে খুব প্রয়োজন ছিল। তোমার বুকের গভীরে যতখানি আশ্রয় খোঁজে আমার স্পর্শ...তুমি ভালো থেকো।