আমি নীড় বলছি।
ঝড়ের দিনে আঁকড়ে ধরার মতো
এক প্রশস্ত হৃদয় নিয়ে, শেষদিন পর্যন্ত দুয়ার খোলা রেখে
অপেক্ষায়-থাকা এক নির্জন-শান্ত নীড়।
নির্দ্বিধায়, নিঃসংকোচে অপেক্ষমাণ এক নীড় আমি।
বুকে সেঁধিয়ে রাখতে ব্যাকুল নই আমি,
আমি অশ্রুসজল দিন কিংবা অন্ধকার রাত্তিরে
আগলে-রাখা নিশ্চল এক নীড়।
বসন্তে আমায় যদিও-বা রাখো দূরে,
আমিই জ্যৈষ্ঠের ছায়া আর পৌষের ওম-ওম নীড়।
আমি ধীর, স্থির...
হ্যাঁ, আমি তোমারই ব্যক্তিগত নীড়।