আত্মার সম্বোধনে




কতদিন তোমায় ছুঁয়ে দেখি না,
তোমার শরীরের ঘ্রাণ নিই না।

তুমি আমার ভেতরটা জুড়ে থেকো...
অবশ অনুভূতিগুলোর একমাত্র আশ্রয় হয়ে।

নদীর বুকে মাথা রেখেছিলাম,
বাতাস যেন থামতেই অনিচ্ছুক;
আমাকে ভাসিয়ে নিল বহুদূর—
যেখানে কেবল আমার আমিই
শত অভিশাপ পেরিয়ে
আত্মার সম্বোধনে তোমায় ডেকে চলেছি...
শেষ স্মৃতিটুকু অক্ষত রাখতে।