অনেক দিন পর হলেও

অনেক দিন পর হলেও, আমাদের একদিন দেখা হবে। সেদিন কোনো কথা হোক না হোক, দেখা অন্তত হবে।
...এটা ভেবে বাঁচতে ভালো লাগে। এটা ভেবে ক্ষমা করে দিতেও ভালো লাগে।

না, না, কথা হবার একটুও সুযোগ সেদিন না হোক! তোমার সাথে যে বলার মতো আমার কোনো কথা নেই!

যদি আর কখনও দেখা না হয়?
না হোক, তবু অমন একটা দিন আসবে ভেবে বাঁচতে ভালো লাগে। আর কীই-বা নিয়ে বাঁচতে পারতাম আমি!

তুমিই বলো, তুমি তবে কেমন করে অতীত হলে?

যে-দিন থেকে তোমাকে আর পড়বে না মনে,
সেদিন থেকেই এই ভেতরটা ভীষণ বিশ্রী হবে!

তোমার হাতটি ছেড়ে
ধরেছি যার হাত,
তাকে দেখি যত,
তোমাকে ভাবি ততোধিক।

Content Protection by DMCA.com