যতটা বোঝাতে চাই,
ততখানি বলতেও কিঞ্চিৎ ভয়!
এতটাই দূরে সরে যাই,
কাছে আসতেও বিচ্ছেদের ভয়!
তোমাকে বুঝবে কে হায়...
বিবেকের ঘরে এক রহস্যে-বাঁধা—
নিয়তি পড়ে রয়!
এক হতভাগ্যের হয় না কভু ঠাঁই...
ভালোবাসা চিতায় নয়—
অনুভবে পোড়াতে হয়।
যতটা বোঝাতে চাই,
ততখানি বলতেও কিঞ্চিৎ ভয়!
এতটাই দূরে সরে যাই,
কাছে আসতেও বিচ্ছেদের ভয়!
তোমাকে বুঝবে কে হায়...
বিবেকের ঘরে এক রহস্যে-বাঁধা—
নিয়তি পড়ে রয়!
এক হতভাগ্যের হয় না কভু ঠাঁই...
ভালোবাসা চিতায় নয়—
অনুভবে পোড়াতে হয়।