অদৃশ্য যন্ত্রণার রক্তপথ




তুমি আমাকে যে-কোনো একটা পথ
বেছে নিতে বলেছিলে।

আমি শিরা কেটে—
রক্ত ঝরালাম ঠিকই...
তুমি দেখলে না।

মস্তিষ্কের পীড়ন থেকে—
তোমায় সরালাম...
তুমি শুনতে পেলে না।

নতুন এক অজানা অনুভূতির...
জন্ম দিলাম,
তুমি চিনলে না।

এ এক অন্য মনস্কামনা—
আমি পরাজিত হলাম।