আমি এখনও তোমার কল্পনাতেই সুন্দর?
আসলে, আজকাল তুমি—
আমার মাথাতেই নেই।
আমি দেখেছি তোমাকে...
লুকোনো ছলনার ক্রোধে...
এক কলুষিত শরীর ছুঁতে।
আমি ভীষণ রকমের কুৎসিত,
আস্তাকুঁড়ের জড়োসড়ো এক কীট,
তোমার সমস্ত সুখের দরজা ভেঙে...
দাঁড়িয়েছি আমি এক ভিখিরির ছদ্মবেশে।
আমার শ্বাস—এক নোংরা কুঠুরি ঘেঁষে...
বয়ে চলে নিভৃত জলাশয়ে।
পালাক্রমে পোড়াই অতৃপ্ত আলিঙ্গন,
আবর্জনা সরিয়ে জরাজীর্ণ অনুভূতির সমাগম।