অক্ষমতার দাহন



তুমি ছাড়া আর কেউ আমাকে কখনও...
এতটা গভীরভাবে স্পর্শ করেনি।

তুমি শেষ কবে খোঁজ নিয়েছিলে আমার?
জানতে চেয়ো না...
আমি তোমার জন্য কতখানি অপেক্ষায় থাকি!

তুমি আমাকে দূরে সরিয়ে রাখবে আর কত?
যতক্ষণ বৃষ্টি ঝরবে, ততক্ষণই কাছে রেখো।

আমি ভীষণ ক্লান্ত—
কোনো সুর এখন আর আমাকে ছুঁয়ে যায় না।
অযাচিত আবেগের নীড়ে ফিরতে...
আমার আর ইচ্ছে করে না।

তোমাকে ভুলে থাকতে...
আমার কি কষ্ট হয় না?

আমার ভালোবাসার মানুষটা কেন কক্ষনো... অনুভব করতে পারল না—
আমার কষ্টের তীব্রতা!

আমার ক্ষতগুলো তার স্পর্শকে...
আপন ভেবে এতটা ভুল করল?

কত লেখা জমে আছে মনে,
লিখতে পারছি না।
কত দীর্ঘশ্বাস পড়ে আছে স্মৃতিতে,
কাঁদতে পারছি না।
কত অভিমান জমে আছে মনে,
বোঝাতে পারছি না।