ভাবনার বনসাই: দুই-শো আট

১. যে মানুষটা তোমার নয়, হবেও না কোনোদিন‌ই,
তার সঙ্গে থেকে গেলে
নিজেকে শেষ হয়ে যেতে দেখবে খুব শীঘ্রই,
যদিও ওতে তার কিছুই এসে যাবে না।




২. তুমি সৎ কি অসৎ,
তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই,
যতক্ষণ না তুমি আমাকে বিরক্ত করছ।




৩. অপরিচিত ব্যস্ত মানুষকে দুঃখ বোঝানোর চাইতে
আপনার দুঃখ কমিয়ে দিলে তার কী লাভ হবে,
তা বোঝানো অধিক কাজের।




৪. : তোমার কেমন লাগছে?
: যদি বলতে পারতাম!




৫. বাঙালি...
যৌবনে প্রগতিশীল,
বার্ধক্যে ধর্মালয়শীল।




৬. (আইডি পুনরুদ্ধারের জন্য চিঠি)
প্রিয় মহোদয়,
নিজের বলতে আমার কেবল ওই ফেইসবুক আইডিটাই ছিল। দয়া করে একটু দেখবেন বিষয়টি?




৭. মানুষ তার জীবন কাটায় ব্যস্ততায়...
যতটা নিজের জন্য, ততোধিক অন্যের জন্য।




৮. বাঙালি যাকে এক বার ধন্যবাদ দেয়,
তার কাছে পারলে বিনা কারণে পৃথিবী চেয়ে বসে!
বাঙালির ধন্যবাদ খুবই রিস্কি জিনিস!




৯. ধনী, মেধাবী কিংবা প্রতিভাবান মানুষের বিনয়
এবং অন্যদের বিনয়...
এই দুইয়ের উৎস ভিন্ন।




১০. মেধাবী হ‌ওয়া
এবং নিজেকে মেধাবী ভাবা
এক কথা নয়।




১১. বেয়াদবি অনেকেই কম-বেশি করে।
তবে এ পৃথিবী কেবল জিনিয়াসদের বেয়াদবিই সহ্য করে।




১২. সামর্থ্যে কুলোলে
না কিনে আফসোস করার চাইতে
কিনে আফসোস করা অনেক ভালো।




১৩. অহংকার পতনের মূল।
মেধাবী মানুষের জন্য এই বাক্যটি প্রেরণা।
মেধাশূন্য মানুষের জন্য এই বাক্যটি সান্ত্বনা।




১৪. মানুষ তাকেই বেশি পছন্দ করে,
যে তার পাপের সঙ্গী হতে রাজি।




১৫. যার সঙ্গে মিথ্যে বলতে পারি না,
তাকে টেক্সট পাঠিয়ে
এক‌ই কথাটাই ঘুরিয়ে বলি।




১৬. : সত্যি করে বলো তো, তুমি আসলে কেমন?
: তার আগে বলো, তুমি আসলে কী শুনতে চাইছ!




১৭. একাকিত্ব সহ্য করতে না পারার চাইতে
বড়ো ব্যর্থতা আর হয় না।




১৮. জীবনটাকে কীভাবে কাটাবে,
তা ভাবতে ভাবতেই
মানুষ পুরো জীবন কাটিয়ে দেয়।




১৯. কোথায় আছি,
তার চেয়ে গুরুত্বপূর্ণ...
কার সঙ্গে আছি।




২০. কী একটা মৃত জীবন!
যে রেললাইনে শুয়ে পড়লাম,
সেখানে আসার কথা যে ট্রেনটার,
ওটাই নাকি পথে অ্যাক্সিডেন্ট করেছে!