১. তোমার সঙ্গে পরিচয় হবার চাইতে বাজে কিছু আমার এ জীবনে কখনও ঘটেনি।
২. মানুষ বদলায়, সঙ্গে বদলায় অনুভূতি। এর সাথে ভালোবাসা কমে কিংবা বেড়ে যাওয়া, মিথ্যে কিংবা সত্যি হবার কোনও সম্পর্কই নেই।
৩. কেউ বিয়ে করে, কেউ পৃথিবী দেখে।
৪. সুন্দর মানুষ কে? পৃথিবীটাকে সুন্দর লাগে পাশে থাকলে যে।
৫. অত জেরা কোরো না। সবসময়ই মিথ্যে বলতে ভালো লাগে না।
৬. মানুষ দোকানের গুণে যতটা কেনে, ততোধিক কেনে দোকানদারের গুণে।
৭. : তুমি কোন টাইপের মানুষ? : আমার কোনও টাইপ নেই। আমার সঙ্গে যার মেলে, মেলে; যার মেলে না, মেলে না।
৮. আমাদের জীবনটা কি আমাদের? তা-ই যদি হয়, তবে কেন আমরা সারাক্ষণই ভাবি, অন্যরা আমাদের জীবন নিয়ে কী ভাবছে?
৯. যৌবনকে উপভোগ করা এক জিনিস, ভবিষ্যতকে নষ্ট করা আরেক জিনিস।
১০. : আমার সম্পর্কে তুমি কী ভাবো, শুনলাম। এখন তুমি আসতে পারো। : তুমি আমার সম্পর্কে কী ভাবো? : আমাকে ব্যস্ত থাকতে হয়। সরি।
১১. আমরা তখনই মানুষকে বিশ্বাস করি, যখন এর বাইরে আমাদের আর কিছুই করার থাকে না।
১২. আমি দেখতে ভালো নই। আমি অনেক ভালোবাসতে পারি।
চলবে?
১৩. থেকে যাবার একটিও কারণ না থাকার পরও থেকে যাবার মানে চলে যাবার সকল রাস্তা নিজেই ধীরে ধীরে বন্ধ করে দেওয়া।
১৪. যে আমায় বোঝে না, তার সঙ্গে গল্প করার চাইতে যে আমায় বোঝে, তার সঙ্গে ঝগড়া করাও অনেক ভালো।
১৫. তোমাকে যতটা মিস করি, তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে তার চাইতে অনেক বেশি মিস করি।
১৬. কেমন লাগছে, জিজ্ঞেস কোরো না। সব কিছু মুখে বলা যায় না, বলা উচিতও নয়।
নীরবে অনুভব করো, নীরবে অনুভব করাও।
১৭. এ জীবনে আমাকে সবাই-ই অবহেলা করে এসেছে। কিন্তু তুমিই প্রথম মানুষ, যার অবহেলা আমাকে এতটা কষ্ট দিচ্ছে।
১৮. নিজের মতো থাকো। এতে তোমার চারপাশে উটকো লোকের ভিড় কমবে।
১৯. সঠিক সিদ্ধান্তটি নেবার পর মন খারাপ হলেও ভালো।
২০. অল্প সময়ের জন্য এ জীবনে থেকেও সারাজীবনের জন্য মাথায় থেকে কেন গেলে?