১. মানুষ যখন বলার মতো তেমন কিছু খুঁজে পায় না, তখন বলে, কেমন আছ?
২. পুরুষেরা যতটা ভালোবাসা চায়, তার চাইতে অনেক বেশি চায়, ইচ্ছেমতো খাওয়া-দাওয়া করলেও যেন ভুঁড়িটা না বাড়ে।
৩. : আপনি দেখতে ভালো না। : আমার দিকে তাকানোর এত কীসের দায় আপনার?
৪. আমি আর ঘুমাই না, শুধুই স্বপ্ন দেখি।
৫. বাঁচতে শেখাটাই সব কিছু নয়। যার সঙ্গে বাঁচতে হয়, একই শিক্ষাটা তারও থাকা জরুরি।
৬. না, এমনকী আত্মসংবৃত মানুষটিও নিজেকে লুকিয়ে রাখতে চায় না। সে-ও চায়, কেউ তাকে বের করে বাইরে নিয়ে আসুক।
৭. : একটা প্রশ্ন করি? : উত্তর পাবার আশা না রেখে করতে পারেন।
৮. হয় গুণের প্রশংসা করো, নয় চুপ থাকো।
৯. কৃতজ্ঞতা প্রকাশ করো। মুগ্ধতা প্রকাশ করো।
বেঁচে থাকার জন্য এর চাইতে সহজ রাস্তা আর হয় না।
১০. আর আবেগ নয়। আর ভালোবাসা নয়। আমাকে একটু বাঁচতে দাও।
১১. কোনও প্রেমিকা না থাকার চাইতে অন্তত একজন বন্ধু থাকাও ভালো।
১২. তুমি চোখ খোলা রাখলেও এই বাজে দৃশ্যটা চলে যাবে।
১৩. ঝড়শেষে বাগানে আবারও ফুল ফুটছে। কিন্তু ওদের কোনও ঘ্রাণ নেই।
১৪. : আমি কি পাগল হয়ে যাচ্ছি? : না, তোমার প্রত্যাশা বেড়ে যাচ্ছে।
১৫. অশান্তি কোরো না। তুমি আমাকে ভালোবাসো, এটা আমার অপরাধ নয়।
১৬. কেউ কেউ কখনও সুখী হয় না, শুধুই সুখের অপেক্ষায় থাকে।
১৭. যন্ত্রণা ভালো কিছু নয়। তবে যন্ত্রণা থেকেই ভালো কিছু হয়।
১৮. আর্থিক মুক্তি এলে মানুষ একা হয়ে যায়।
১৯. শব্দ কোরো না, শব্দহীন হয়ে কথা বলতে শেখো।
২০. তোমাকে দেখার আগে আমারও ধারণা ছিল, একা থাকাই ভালো।