১. যাকে ভালোবাসি, তাকে বকতে হওয়ার চাইতে বাজে পরিস্থিতি আর কী হয়?
২. বিবাহিত মানুষের একটাই ভাবনা: কেন বিয়ে করলাম?
অবিবাহিত মানুষ প্রায়ই ভাবে: আহা, ওরা কত সুখী!
৩. তোমার সঙ্গে মন খুলে গল্প করা কঠিন, তুমি চেঁচাতে শুরু করে দাও। তোমার কাছে সত্য বলা যায় না বলেই তোমাকে ভালোবাসা যায় না।
যাকে তুমি তার মতো করে গ্রহণ করতে পারো না, তার কাছে আর যা-ই চাও, ভালোবাসা চেয়ো না।
৪. আমি অস্থির। মানছি।
তবে আমি অস্থির ছিলাম না। আমাকে অস্থিরতার মধ্য দিয়ে যেতে হয়েছে।
৫. পাগলের দুনিয়ায় পাগলেরাই সুস্থ।
৬. মানুষ যখন কারও কাছে কিছু প্রত্যাশা করে, তখন চালাকি করে কিছু কথা বলে, এই যেমন, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক সম্মান করি। আমি তোমার কাজ দেখলে মুগ্ধ হয়ে যাই। ইত্যাদি ইত্যাদি।
৭. অন্যের প্রত্যাশা মানুষকে কষ্টে রাখে, নিজের প্রত্যাশা মানুষকে রীতিমতো শেষ করে দেয়।
৮. নিজের দিকে তাকাতে চাইলে প্রকৃতির দিকে তাকাও।
৯. যা শরীরে সয়, তা মনেও সয়।
১০. কিছু ঘ্রাণ আজীবন গায়ে লেগে থাকে।
১১. নিজেকে সুস্থ করতে নিজের অস্তিত্বের অনেকটা অংশ ছিঁড়ে ফেলে দিতে হয়।
১২. তোমাকে যত মিস করি, নিজের সঙ্গে যুদ্ধটা আমার ততই বাড়তে থাকে।
১৩. না, মানুষ হিসেবে তুমি খারাপ নও। আসলে মানুষ হিসেবে তুমি খুব জটিল।
তুমি আমাকে চিনো না, তুমি এটা গায়ের জোরে মানতে চাও না।
১৪. এই একটা ভুলের জন্য আমার আগের সব কিছুই ভুলে গেলে?
১৫. লেখক লেখেন পাঠককে ভালো রাখতে নয়, নিজেকে ভালো রাখতে।
১৬. তুমি যখন অনেক দিন পর জিজ্ঞেস করো, কেমন আছি, তখন আমি সত্যিই বুঝতে পারি না, তুমি আসলে কী জানতে চাইছ।
১৭. ভয় থেকে নিজেকে লুকিয়ে রাখলেই ভয়টা চলে যায় না।
১৮. আমি মানুষকে কম মনে রাখি। আমি শুধুই অনুভূতি মনে রাখি।
নিজেকে ভালো রাখতে এটা খুব কাজের।
১৯. হ্যাঁ, বেঁচে থাকতে জানাটাও শেখার জিনিস।
২০. যদি আমায় ঘৃণা করো, তবে তার বিনিময়ে কোনও ঘৃণা প্রত্যাশা কোরো না। অতটা সময় আমার নেই।
প্রত্যাশাহীন ঘৃণায় আমার কিছু এসে যায় না।