একটু অপেক্ষা করো, তোমার ভালোবাসার গল্পটা সত্যিই খুব চমৎকার হবে। হয়তো একটু সময় লাগছে, কিন্তু তোমার ভাগ্যে ভালো কিছুই আছে। সত্যি সত্যি ভালো কিছু না পেলে অপেক্ষা করো, চট করে যার-তার প্রেমে পড়ে যেয়ো না, যাকে-তাকে জীবনে আসতে দিয়ো না। সবাই তোমাকে ডিজার্ভ করে না। আবারও বলছি, তোমার ভালোবাসার গল্পটা লেখা হচ্ছে, একটু অপেক্ষা করো। ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয়। অপেক্ষা না করলে পরে পস্তাতে হয়। সঙ্গী-নির্বাচনে তাড়াহুড়োর ফলটা ভালো হয় না। যে তোমাকে পাবে, সে তো অপেক্ষা করছে। তবে তোমার অপেক্ষা করতে অসুবিধে কোথায়? অপেক্ষা না করলে ভুল কাউকেই পাবে, তাকে তো আর পাবে না! যদি ওরকম প্রতীক্ষিত কারও দেখা পেয়ে যাও, তার কাছে যাও, তার সঙ্গে আলাপ করো, তার সৌন্দর্যের প্রশংসা করো, তার ভালো ভালো দিক নিয়ে ভাবো। যদি মনে হয়, 'না, ভুল জায়গায় এসেছি!', তবে ফিরে এসো ঠিক আগের জায়গায়। যে তোমাকে সুন্দর দেখে না, যে তোমার দামটা বোঝে না, তার পেছনে সময় নষ্ট কোরো না। নিজের কাছে সময় নাও। তোমার ভালোবাসার গল্পটা সুন্দর কিছুই হবে। যা-কিছু সুন্দর, তা-কিছু খুব সহজে জীবনে আসে না; তার জন্য একটু লড়াই তো করাই যায়, তাই না? লড়াইটা এখন না করলে পরে বৃথাই অঝোরে কাঁদতে হবে। ধৈর্য রাখো। ভালোবাসতে শেখো। ভালোবাসা চিনতে শেখো। নিজেকে যোগ্য করে তোলো। রেস্টুরেন্টে বসে একদিন তুমিও ওয়েটারের কাছ থেকে একমগ কোল্ডকফির সঙ্গে দুটো স্ট্র চাইতে পারবে। একদিন তুমিও কারও হাত ধরে শহরের ধুলোমাখা রাস্তায় হারিয়ে যেতে পারবে। একদিন তুমিও বেশি না ভেবেই অ্যাডভেঞ্চারে বেরোতে পারবে প্রিয় মানুষটার হাত ধরে। তোমাদের ফ্ল্যাটের দেয়ালের রংটা কেমন হবে, গাড়িটা কী রঙের হবে, আজ থেকে পাঁচ বছর পর তোমরা দু-জন কোথায় থাকবে, এইসব নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেবার মানুষ তুমিও খুঁজে পাবে। দু-জনের জীবন এগোবে দু-জনের স্বপ্নের হাত ধরে। যে ভালোবাসা দারুণভাবে বাঁচিয়ে রাখতে পারে, তার দেখা তুমিও পাবে। যে ভালোবাসা শান্তি ছড়িয়ে দেয় সমস্ত শরীরে ও মনে, তা একদিন তুমিও অনুভব করবে। সেই মানুষটিকে খুঁজে বের করো, যাকে তুমি সুন্দর দেখো, যে তোমাকে সুন্দর দেখে, যে পাশে থাকলে তুমি পুরো পৃথিবীকে ভুলে থাকতে পারো, সমস্ত ক্লান্তি-অবসাদ ভুলে থাকতে পারো; যাকে একবার পেয়ে গেলে জীবনে আর কোনও অপূর্ণতা থাকে না, আর কোনও আফসোস থাকে না। সত্যিই পেয়ে যাবে অমন কাউকে। তোমার বন্ধুদের মধ্য থেকে, পরিচিতদের মধ্য থেকে, কিংবা একদমই অপরিচিত কেউ হয়ে উঠবে তোমার একান্ত প্রাণের মানুষ। রেস্টুরেন্টে, চলতে পথে, রাস্তায় কিংবা পার্কে, ফেইসবুকে কিংবা এমন কোথাও, যা তুমি এখন মাথায় আনতেই পারছ না! শুধু মনে রেখো, এমন কোথাও তোমার অমূল্য ভালোবাসা খরচ কোরো না, যেখান থেকে তুমি কখনও ভালোবাসা পাবে না। যদি করো, কষ্ট পাবে। একপাক্ষিক প্রেম ভীষণ কষ্ট দেয়। সে কষ্ট এমনই কষ্ট, নিঃশ্বাস নিতেও তোমার খুব কষ্ট হবে। সে তোমার কানের কাছে এসে ফিসফিস করে কী কী সব যেন বলে হেসে উঠবে, তার সঙ্গে তুমিও হাসবে খোলাহৃদয়ে। লোকে বলে, হাসলে হার্ট ভালো থাকে। আমি বলি, ভালোবাসার মানুষের সঙ্গে হাসলে হার্ট শুধু ভালোই থাকে না, সঙ্গে অমরত্বের স্বাদটাও উপভোগ করে। তোমার ভালো ও সুন্দর দিকগুলি নিয়ে যে মানুষটা ভাবে, তেমন কাউকেই তুমি জীবনে রেখো, যদি সুখী হতে চাও। তোমাকে নিয়ে ভাবার মতো, তোমাকে দুটো লাইন লেখার মতো সময় যেন তার হাতে থাকে। খুব ব্যস্ত মানুষকে সঙ্গে নিয়ে সুখের রাস্তায় হাঁটা সহজ নয়। হ্যাঁ, একটু ধৈর্য ধরো। সত্যিই আছে অমন মানুষ, তাকে খুঁজে তুমি পাবেই পাবে! বিধাতার পরিকল্পনায় বিশ্বাস রেখো। ভালোবাসার জাদুতে আস্থা রেখো। তোমার নিজের এবং তোমার ভালোবাসার মানুষের মনের সেই শক্তিতে সমস্ত মনোযোগ রেখো, যা তোমাদের এক হতে সাহায্য করবে। সংকোচ ঝেড়ে ফেলো। যাকে ভালো লাগে, তাকে তোমার ভালোলাগার কথাটা বলো। নিজের মধ্যেই ভালোলাগাটুকু রেখে দিয়ো না। এত ভয় পাবার কিছু নেই, নিজের আত্মবিশ্বাসকে কাজে লাগাও। প্রথম ধাপটা পেরোও। নিজের মধ্যেই সব কিছু রেখে দিলে একদিন দেখবে, যাকে কিছু বলতে চেয়েছিলে, সে-ও কিছু শুনতে চেয়েছিল। 'আমি কেন নিজে থেকে আগে বলব?' এমন ভাবনা হয়তো দু-জনই ভাবছ। কে কীসে রাজি হয়ে যায়, কে কার জন্য অপেক্ষা করে আছে, কে কখন কার প্রেমে পড়ে যায়, এসব কেউ আগে থেকে বলতে পারে না। একদিন আমি পারিনি বলতে। লজ্জায়, দ্বিধায়, ইগোর কারণে। সেজন্য আজও আমি মাঝে মাঝে অনুশোচনায় পুড়ি। সে খুব করে চাইত আমার সঙ্গে কথা বলতে। আমিও খুব করে চাইতাম তার সঙ্গে কথা বলতে। তখন আমাদের দু-জনেরই সংকোচ এবং ইগো জিতে গিয়েছিল। আর হেরে গিয়েছিলাম আমরা। কোনও মানে আছে? তুমি সুখী না হলে পৃথিবীর কার কী এসে যায়? তুমি নিজেকে বঞ্চিত করে রাখলে এক তুমি নিজে বাদে পৃথিবীর আর কোন মানুষটা বঞ্চিত হবে? অত ভেবো না, তোমার অমন ভাবনা তো আর তৃতীয় বিশ্বযুদ্ধ থামিয়ে দিতে পারবে না, তাই না? বুঝতে শেখো, দেরি হয়ে যাবার আগেই ভাবতে শেখো। নইলে একদিন ঠিক আমার মতোই কাঁদতে হবে, যেদিন কিছুই আর করার থাকবে না। তোমার মনের মতো কেউই একদিন তোমার জীবনে আসবে। সে তোমাকে তোমার মতো করেই বুঝবে, তোমার মতো করেই জীবনকে নিয়ে ভাববে। সে হবে এমন কেউ, জীবনে যাকে পেয়ে গেলে তার হাত ধরে বাঁচতে বড়ো ইচ্ছে করে। দু-জন মিলে সুখের রাজ্য গড়বে। ভালোবাসার কোনও বাঁধাধরা নিয়ম নেই, কোনও সর্বজনীন ব্যাকরণ নেই। তুমিও ওসব হিসেব-সমীকরণ রেখো না মনের মধ্যে। রাখলে একদিন ঠিকই কষ্ট পাবে। খোলাহৃদয়ে ও খোলাআত্মায় চারিদিকে তাকাও; দেখবে, ঠিক একই রকমের হৃদয় ও আত্মা নিয়ে কোথাও-না-কোথাও কেউ একজন তোমার অপেক্ষায় আছে।