স্মৃতির অ-সুখ

-
 
এই যে গাংচিলের মতন হুট করিয়া তোমারে হারায়া ফেলাইলাম,
বাঁকা নদীর ঢেউয়ের মতন তুমি অন্য সাগরে দুম করিয়া মিশিয়া গেলা,
ব্যথার এই দাগ আমি লুকাব কী দিয়া?
 
ওই যে আমারে এক বার না দেখিলে তুমি অস্থির হইয়া খুঁজিতা,
দূর বহুদূর হইতে বেলিফুল আনিয়া হাঁপাইতে হাঁপাইতে কানে গুঁজিয়া দিতা,
খেয়ালি হাওয়ায় যখন চুল উড়িয়া যাইত, তুমি চুল সরাইয়া কপালে চুমু খাইতা,
অত স্নেহ আমি আর কোথায় পাবো?
 
একটি বার আমার গলার স্বর শুনিবা বলিয়া যে তুমি এক-শো বার ফোন করিতা,
কড়া রৌদ্রে কষ্ট পাবো বলিয়া মাথার উপর হাত দিয়া আমারে ছায়া দিতা,
জোসনা ভালোবাসি বলিয়া প্রতিপূর্ণিমায় সন্ধ্যা নামিলে আকাশ দেখাইতে নিয়া যাইতা,
অমন বিশাল প্রেম আমি আর পাবো কোথায়?
 
রাস্তা পার হইতে গেলে তোমার মতন অত শক্ত করিয়া কেউ কখনও হাত ধরিয়া রাখে নাই,
বাড়ি থেইকা ফিরার সময় ওই ইস্টিশনে কেউ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়াইয়া থাকিয়া তোমার মতন অপেক্ষা করে নাই,
তোমার মতন করিয়া অতটা নিখুঁতভাবে গোটা জীবনেও আমারে কেউ কখনও ভালোবাসে নাই।
 
জীবনে কোন পুণ্যটা করিলে তোমার মতন একজন মানুষরে হারাইতে হইত না, কইতে পারো?
Content Protection by DMCA.com