ভাবনার বনসাই: এক


এক।
Hum to shayeri likhte likhte
Kabhi kabar ro dete hein.
Aur tum mere shayeri padte padte
Has deti ho?
(হাম তো শায়েরি লিখতে লিখতে
কাভি কাবার রো দেতে হ্যায়,
অউর তুম মেরে শায়েরি পাড়তে পাড়তে
হাস্ দেতি হো?)
তরজমা:
আমি তো কবিতা লিখতে লিখতে
কখন‌ও সখন‌ও কেঁদেই ফেলি।
আর তোমার আমার কবিতা পড়তে পড়তে
হাসি পেয়ে যায়?
দুই।
Shayeri apne ap me itni badi cheez hein ki,
Usse likhnewala shayer khud likkhi hui
Shayeri ke age ghutne thek ke beth jate hein!
(শায়েরি আপনে আপ মে ইতনি বাড়ি চ্যিজ হ্যায় কি,
উসে লিখনেওয়ালা শায়ের খুদ লিখি হুয়ি
শায়েরি ক্যে আগে ঘুটনে ঠেক কে ব্যাঠ যাতে হ্যায়!)
তরজমা:
শায়েরি নিজেই এত বিশাল এক জিনিস যে,
তাকে রচনা করেন যে শায়ের, তিনি নিজেই
তাঁর রচনার সামনে হাঁটু গেড়ে বসে পড়েন!
তিন।
Agg laga hein mere dil mai,
Aur ye barish duniya ki agg bujha rahe hein!
(আগ লাগা হ্যায় মেরে দিল মে,
অউর ইয়ে বারিষ দুনিয়া কি আগ বুঝা রাহ্যে হ্যায়!)
তরজমা:
আমার হৃদয়ে আগুন লেগেছে,
আর দেখো, এই নচ্ছার বৃষ্টি কিনা পৃথিবীর আগুন নেভাতেই ব্যস্ত!
চার।
Ab to suraj ki kirne,
Humein barkha ki rimjhim lagne lage hein,
Isse pyar to nehi kehte ho tum log!?
(আব তো সুরাজ কি কিরণে,
হামে বারখা কি রিমঝিম লাগনে লাগ্যে হ্যায়,
ইসে পেয়ার তো ন্যাহি কেহেতে হো তুম লোগ!?)
তরজমা:
এখন তো তীব্র সূর্যালোককেও,
আমার কাছে বর্ষার রিমঝিমের মতোই মনে হয়,
একেই আবার তোমরা ভালোবাসা বলো না তো!?
পাঁচ।
Tum mujhe zindegi se nikal dena chahti ho?
Pehle ye toh bataw,
Jab tumhari julfe tumhari hontho pe aa kar girtee hein,
Kya tum un dono chez ko ek dussre se kabhi alag kar sakte ho?
(তুম মুঝে জিন্দেগি সে নিকাল দেনা চাহতি হো?
পেহলে ইয়্যে তো বাতাও,
যাব তুমাহারি জুলফে তুমাহারি হোঠো পে আ কার গিরত্যে হ্যায়,
ক্যাইয়া তুম উন দোনো চ্যিজ কো এক দুসরে সে কাভি আলাগ কার সাকত্যে হো?)
তরজমা:
তুমি আমাকে তোমার জীবন থেকে বের করে দিতে চাইছ?
আচ্ছা, প্রথমে এটা বলো,
যখন তোমার চুলগুলো তোমার ঠোঁটের উপর এসে পড়ে,
তখন কি তুমি ওই দুটোর মধ্যে থেকে একটিকে আলাদা করতে পারো?
ছয়।
Hum tumhare ruh se muhabbat kiya,
Tumhare sharir ko kaun chata hein?
Aksar iss duniya mein logo ko sharir se pyar hota hein,
Kisi din sharir na deeke dekho,
Tumhare chahne wala bas do hi din mein kaise
Bistar pe kisi aur ko jaga de deta hein.
(হামনে তুমাহারে রুহ সে মোহাব্বাত কিয়া,
তুমহারে শারীর কৌন চাহতা হ্যায়?
আকসার ইস দুনিয়া মে লোগো কো শারীর সে পেয়ার হোতা হ্যায়,
কিসি দিন শরীর না দেকে দেখো,
তুমহারে চাহনে ওয়ালা বাস্ দো হি দিন ম্যায় ক্যায়সে
বিস্তার পে কিসি অউর কো জাগাহ্ দে দেতা হ্যায়।)
তরজমা:
আমি তো তোমার আত্মাকে ভালোবেসেছি,
তোমার শরীরটা কে চায়?
প্রায় সময়ই এই পৃথিবীতে মানুষের প্রেম থাকে শরীরের সাথে,
কোনও একদিন শরীর না দিয়ে দেখো,
তোমার প্রেমিক দুইদিনের মধ্যেই কীভাবে
একই বিছানায় অন্য কাউকে জায়গা দিয়ে দেয়!
সাত।
Sachha mohabbat karne walo k paas, mohabbat iye duniya mein sarg jaisa hota hain, aur nafrat narak jaisa. Aur dekho na, log hemesha iss khub surat jindegi ko baas nafrat karte karte waqt ko khatam kar deta hain!
(সাচ্চা মোহাব্বত করনে ওয়ালো কে পাস, মোহাব্বাত ইয়ে দুনিয়া ম্যে সার্গ য্যয়সা হোতা হ্যায়, অউর নাফরাত নারাক য্যয়সা। অউর দেখো না, লোগ হামেশা ইস্‌ খুব সুরাত জিন্দেগি ব্যাস নাফরাত কারতে কারতে ওয়াক্ত কো খ্যতাম ক্যর দেতা হ্যায়!)
তরজমা:
প্রকৃত প্রেমিকের কাছে, এই দুনিয়ায়, ভালোবাসাটা স্বর্গের মতো, আর ঘৃণা নরকের মতো। অথচ দেখো না, মানুষ ঘৃণা করতে করতেই এত সুন্দর একটা জীবন অনায়াসেই শেষ করে দেয়!
আট।
Zisdin se tumhare saath hamari molakat hogaye thein, mujhe to jineki ek waja mil gaya. Khoda ne toh jindegi diya thaa, aur tum mujhe jinee ka waja diye huein. Uss dinse tum bhi meri paas khoda jaisa hi ho.
(যিসদিন সে তুমহারে সাথ হামারি মোলাকাত হোগ্যায়ে থ্যে, মুঝে তো জিনেকি এক ওয়াজা মিল গ্যায়া। খোদা নে তো জিন্দেগি দিয়া থা, অউর তুম মুঝে জিনে কা ওয়াজা দিয়ে হ্যুয়ে। উস দিনসে তুম ভি মেরি পাস খোদা য্যয়সা হি হো।)
তরজমা:
যেদিন তোমার আমার দেখা হয়ে গেল, সেদিন থেকে আমি বেঁচে থাকার একটা কারণ পেয়ে গেছি। ঈশ্বর আমায় জীবন দিয়েছেন, আর তুমি দিয়েছ বেঁচে থাকার কারণ। সেদিন থেকে তুমিও আমার কাছে ঈশ্বরের মতনই প্রিয়।
নয়।
Aagar paysa jindegi ka sab kuch hota toh iss duniya mein ek bhi gaarib log nehi rehta, aur ek bhi ameer log kabhi aatmwahattya nehi karta. Jinee k liye sukun ki zaruraat hota hain, paysa nehi.
(আগ্যার প্যায়সা জিন্দেগি কা সাব কুছ হোতা তো ইস্‌ দুনিয়া ম্যে এক ভি গারিব লোগ নেহি র‍্যেহতা, অউর এক ভি আমির লোগ কাভি আতমাহ্যত্যা নেহি কারতা। জিনে কে লিয়ে সুকুন কি জারুরাত হোতা হ্যায়, প্যায়সা নেহি।)
তরজমা:
যদি পয়সাই জীবনের সব কিছু হতো, তাহলে এ পৃথিবীতে একটাও গরীব লোক বেঁচে থাকত না, আর একজনও ধনী লোক কখনও আত্মহত্যা করত না। বেঁচে থাকার জন্য পয়সার চাইতে শান্তি বেশি জরুরি।
দশ।
Abhi, issi wakt, tum chaho to duniya bhi chod dungi, magar tum ko chodne ki baat dunia chodne se jiyada khatarnak hain. Chaho to jan le lo, paar tumko chodne ki baat kabhi maat karna.
(আভি, ইসি ওয়াক্ত, তুম চাহো তো দুনিয়া ভি ছোড় দুঙ্গি, মাগার তুম কো ছোড়নে কি বাত দুনিয়া ছোড়নে সে জিয়াদা খ্যতারনাক হ্যায়। চাহো তো জান লে লো, পার তুমকো ছোড়নে কি বাত কাভি মাত ক্যারনা।)
তরজমা:
এখন, এই মুহূর্তে, তুমি চাও তো এই দুনিয়াও ছেড়ে দেবো, কিন্তু তোমাকে ছাড়ার ব্যাপারটা দুনিয়া ছাড়ার চেয়েও ভয়ংকর। চাও তো প্রাণ নিয়ে নাও, কিন্তু তোমাকে ছাড়ার কথা কখনওই বোলো না।
এগারো।
Mujhe ekbar tere sath jine ka mouka mil jaye to hajarbar marne ki liye humesa taiyar hu
(মুঝে একবার তেরে সাথ জিনে কা মউকা মিল য্যায়ে তো হ্যাজারবার ম্যরনে কি লিয়ে হামেশা তৈয়ার হু।)
তরজমা:
তোমার সাথে এক বার বাঁচার সুযোগ পেলে আমি হাজার বার মরে যেতে প্রস্তুত আছি।
বারো।
Mohabbat bhi ek tarha ka ibaadat he. Krisna ne bhi mohabbat kiya. Aur dekho na, hamari samaj ne is ibaadat ka naam diya he mahapaap!
(মোহাব্বাত ভি এক ত্যারহা কা ইবাদাত হে। কৃষ্ণা নে ভি মোহাব্বাত কিয়া। অউর দেখো না, হামারি সামাজ নে ইস ইবাদাত কা নাম দিয়া হ্যে ম্যাহাপাপ!)
তরজমা:
ভালোবাসাও তো একপ্রকার ইবাদাত। কৃষ্ণও ভালোবেসেছেন। অথচ দেখো, আমাদের সমাজ এই ইবাদতের নাম দিয়েছে মহাপাপ!
তেরো।
Ekdin tum humse mu fer liya
Aur kisi aur mein pyar dhundne laga,
Lekin kudrat ki karishma dekho,
Usne sab kuch choddh ke
Tumhe phir se mere samne hi khada kar diya!
(এয়কদিন তুমনে হামসে মু ফ্যের লিয়্যা
অউর কিস্যি অউর ম্যে পেয়ার ধুন্ডনে ল্যাগা,
ল্যেকিন কুদরত কি ক্যারিশমা দ্যেখো,
উসনে সব কুছ ছৌড় কে
তুমহে ফ্যির সে ম্যেরে স্যামনে হি খ্যাড়া ক্যর দ্যিয়া!)
তরজমা:
একদিন তুমি আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নিলে
আর অন্য কোথাও ভালোবাসা খুঁজতে লাগলে,
অথচ নিয়তির কী খেলা দেখো,
সে সব কিছুকেই বাতিল করে দিয়ে
তোমায় আবার আমার সামনে এনেই দাঁড় করিয়ে দিল!
চৌদ্দ।
Tumhara ibadat mein tum itna hi ho gaye thein kabil ki
Meri chita par agg dene se pehle
Tum humari lash ke karib tak ho na sake shamil!
(তুমহারা ইবাদত মে তুম ইতনা হি হো গ্যয়ে থে ক্যাবিল কি
ম্যেরি চিতা প্যার আগ দ্যেনে সে পেহলে
তুম হামারি লাশ কে ক্যারিব ত্যক হো না স্যাকে শামিল!
তরজমা:
তোমার প্রার্থনায় তুমি এতটাই মগ্ন হয়ে ছিলে যে
আমার চিতায় আগুন দেওয়ার আগ অবধি
তুমি আমার লাশের পাশে পর্যন্ত থাকতে পারলে না!
পনেরো।
Aj hum tumhe ek nazar dekhne ke liye
Kitna tarass rahi hu, lekin
Tum ho jo uchi bat se bekhabar!
Yaad rakhna, ekdin esa zarror ayega,
Tum mujhse dekhne ke piyash mein mar jaoge,
Lekin humein na hoga ussh bat ki zara si bhi khabar!
(আজ হাম তুমহে এক ন্যজর দ্যেখনে কে লিয়ে
কিতনা তারাস র‍্যাহি হু, ল্যেকিন
তুম হো যো উসি বাত সে বেখবর!
ইয়াদ রাখনা, এয়কদিন এস্যা জ্যরুর আয়েগা,
তুম মুঝসে দেখনে কে পিয়াস ম্য ম্যর যাওগে,
ল্যেকিন হাম্যে না হোগা উস বাত কি যারা সি ভি খ্যবর!)
তরজমা:
আজ আমি তোমায় একটি বার দেখার জন্য
এতটা যন্ত্রণা পাচ্ছি, অথচ
তুমি তো ওসবের কোনও খবরই রাখো না!
মনে রেখো, একদিন এমন দিন নিশ্চয়ই আসবে,
তুমি আমাকে দেখার তৃষ্ণায় মরে যাবে,
আর আমি তখন ওই ব্যাপারে কিছুই জানতে পারব না!
ষোলো।
Jo hamesa dilki andar rehta hain,
Shun saiba, unki liye koi ghar ki jarurat nehi hota hain!)
(জো হামেশা দিলকি আন্দার র‍্যেহতি হ্যায়,
শ্যুন সাইবা, উনকি লিয়ে কোই ঘ্যর কি জ্যরুরাত ন্যেহি হোতা হ্যে!)
তরজমা:
হৃদয়ের গভীরেই যেজনের নিত্য বসবাস,
শোনো প্রিয়, তার জন্য আলাদা ঘরের দরকারই পড়ে না!
সতেরো।
হামনে তুমসে ইতনা চ্যাহা অউর বেশুমার মোহাব্বত কি,
অ্যাব সির্ফ, উনসে অ্যাহি দুয়া হ্যায় কি তুমহে বো সালামত রাখ্যে।
(Humne tumse itna chaha aur beshumar mohabbat ki,
Ab sirf unse yehi dua hain ki tumhe woh salamat rakhe.)
তরজমা:
আমি তোমায় চেয়েছি এতই, আর ভালোবেসেছি এত যে গভীর,
শুধু তুমি ভালো থাকো, ঈশ্বরের কাছে এটুকুই এখন প্রার্থনাতে চাই যে নিবিড়!
আঠারো।
চলো কুছ কাহানিয়া হাম জিন্দেগিমে হি ছৌড় য্যাতে হ্যায়ন,
তাকি উপড় যাক্যার তুমহারে নাম ক্যা এক কিতাব বানা স্যাকে।
(Chalo kuch kahaniya hum zindegi mein hi chhod jate hein,
Taki upar jakar tumhare nam ka ek kitab bana sake.)
তরজমা:
এসো, এপারে দুজন মিলে কিছু গল্পের আখর সাজিয়ে যাই,
যেন ওপারে গিয়ে তোমার নামে গোটা একটা বই লেখারই সুযোগ পাই!
উনিশ।
ম্যারে দিল মে জিতনা দর্দ হ্যায়,
কাশ ম্যা বো জুবা প্যার ভি লা প্যাতি!
সির্ফ তুমহারে লিয়ে জি রহে হে হম,
নেহিতো কব কি দুনিয়া ছৌড় য্যাতি!
(Mere dil mein jitna dard hein,
Kash mein wo juba par vi la pati!
Sirf tumhare liye ji rahe hein hum,
Nehito kab ki duniya chhod jati.)
তরজমা:
আমার এ হৃদয়ে আছে দুঃখ যত যেই,
আহা, যদি কোনওভাবে তা এই অধরেও আনতে পারতাম!
তোমার জন্যেই তো বেঁচে-থাকা এই,
নইলে সেই কবেই তো ওপারে পাড়ি জমাতাম!
বিশ।
সুকুন ক্যায়া হে, ইয়ে তুম জাননা চাহ্তে হো?
হামারে হোঠো পর হোঠ রাখ কে দ্যখো,
তুম ক্যইসে স্যারা দুনিয়া ভুল যাতে হো!
(Sukoon kiya hein, ye tum janna chahte ho?
Hamare hontho pe honth rakh ke dekho,
Tum kaise sara duniya bhul jate ho!)
তরজমা:
শান্তি কী জিনিস, তা কি তুমি জানতে চাও?
আমার ঠোঁটের উপর ঠোঁটটা রেখেই দেখো,
তুমি কেমন করে পুরো দুনিয়াটাই ভুলে যাও!
একুশ।
হামারে প্যারো কে ঘুনগ্রু তক তুমহারে নাম জানতা হ্যায়,
অউর ফির ভি তুম হামারে প্যায়ার পর উঙ্গলি উঠাতে হো!?
(Hamare pairo ke ghungroo tak tumhara naam janta hai,
Aur phir bhi tum hamare pyar par ungli uthate ho!?)
তরজমা:
আমার পায়ের ঘুঙুরেরা পর্যন্ত তোমার নামটা ঠিকই জানে,
তার পরেও তুমি আঙুল উঠিয়েই যাচ্ছ আমার ভালোবাসার পানে!?
বাইশ।
হামারে দিল কে আঙ্গন ম্যা হামনে আজ সাজায়ে থে ম্যহফিল,
আফসোস ইস বাত ক্যা, শিরফ তুমহারে লিয়ে সাজায়ে যো ম্যহফিল,
উসমে জিনকো না অ্যানা থা বো স্যাব অ্যায়ে,
সির্ফ তুম না হো স্যাকে স্যামিল!
(Hamare dil ke aangan mein humne aj sajaye thei mehfil,
Afsos is bat ka,sirf tumhare liye sajaya jo mehfil,
Jinko na ana tha wo sab aye,
Sirf tum na ho sake shamil!)
তরজমা:
আমি যে জলসা সাজালাম আমার মনের উঠোনে,
আফসোস, যা ছিল শুধু তোমারই জন্য, বড়ো যতনে,
সেখানে, সবাই এল, অনাহূত হয়েও,
শুধু এলে না তুমিই, বেলা বয়েও!
তেইশ।
আন্ধেরি রাতো ম্যা ম্যারি দিলসে নিকলি হুই চিখ তুমহে শুনাই নেহি দেতা,
ইসসে আছ্যা তো ইয়ে থ্যা কি উপরবালা ঝট স্য মুঝে ওঠা হি লেতা!
(Andheri raaton mein mere dil se nikli hui cheekh tumhe sunai nehi deta,
Isshe accha to ye tha ki uparwala jhat se mujhe utha hi leta!)
তরজমা:
আঁধার রাতে, আমার হৃদয়নিংড়ানো চিৎকারটা, তোমার কানে পারে না যেতেই,
যদি ঈশ্বর আমায় উঠিয়ে নিতেন হঠাৎ করে, তারচে’ বরং ভালো হতো এতেই!
চব্বিশ।
হাওয়াইনে রুপ বদলতে হি তুমনে হামারা হাথ ছৌড় দিয়া?
ক্যায়া তুমহারা প্যাতা হ্যা, হমনে পেহেলি মুলাকাত ক্যা দিন ম্যা হি অ্যাপনে অ্যাপকো তুমহারে স্যাথ জোর লিয়া?
(Hawayein rup badalte hi tumne humara hath chhod diya?
Kiya tumhe pata hein, humne peheli mulaqat ke din mein hi apne apko tumhare sath jor liya?)
তরজমা:
হাওয়াটা পালটে যেতে না যেতেই তুমি তোমার হাতটা রাখলে অন্য কারুর হাতে?
তুমি কি জানো, আমি প্রথমদেখা হবার দিনেই নিজেকে জড়িয়ে নিয়েছিলাম তোমার সাথে?
পঁচিশ।
আমি ভালোবেসে বেসে, প্রতিদিনই, একপ্রকার গরীব হয়ে যাচ্ছি, এটাই তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমার মনের ঐশ্বর্যের খবরটা কেউই জানতে পারছ না। জানতে পারলে আমায় তোমরা অহংকারী বলবে। হা হা হা। হ্যাঁ গো, মেনে নিচ্ছি সে-কথা। আমার ভালোবাসার অহংকার দিয়ে আমি অলংকার বানিয়েছি। ওই যে টিকলি, ঝুমকো, নাকছাবি---সবই অহংকারের‌ই তৈরি!
কী, দেখতে পাচ্ছ না ওসব? পাবেও না। খাদমেশানো স্বর্ণই শুধু দেখা যায়, ভালোবাসা দেখা যায় না তো!
ছাব্বিশ।
Jab tum dur chale gaye thein, tab har waqt aisa lagta tha ke,
Tumko kaise samjhau ki mera pyar saccha tha?
Ab jab tum phir se laut kar ayaa, aur mujhe phir se apni pas bulaya,
Taab Chalte huye rasto me jake mujhe pata chala ki,
Ek ho jana nehi, humhare me duriyaan hi jiyada accha tha.
(যাব তুম দূর চ্যালে গ্যায়ে থে তাব্ হার ওয়াক্ত এস্যা লাগতা থা কে,
তুমকো ক্যায়সে সামঝাউ কি মেরা পেয়ার সাচ্চা থা?
আব্ যাব তুম ফিরছে লট কার আয়া, অউর মুঝে ফির সে আপনে পাস বুলায়া,
তাব চালতে হুয়ে রাস্তো মে যাকে মুঝে পাতা চালা কি,
এক হো জানা ন্যাহি, হামারে মে দুরিয়া হি যিয়াদা আচ্ছা থা!)
তরজমা:
যখন তুমি দূরে চলে গেলে, তখন প্রতিটি সময় এমন লাগত যে,
কী করে তোমায় বোঝাই আমার ভালোবাসাটা যে সত্যি ছিল?
এখন, যখন তুমি ফিরে এসেছ, আর আমাকে আবারও নিজের কাছে ডেকেছ,
তখন তোমার দিকে হাঁটার পথে পা রেখে আমি বুঝতে পারলাম যে,
আমাদের এক হয়ে যাওয়া নয়, দুজনের মধ্যে দূরত্বটাই বেশি ভালো ছিল!
সাতাশ।
Tujhe dekhne ke liye taras raha ye dil roj roj,
Areh pagal, ye duriya hum dono ko aur kareeb laye hein,
Tumhe nehi hai is baat ki khoj.
(তুঝে দেখন্যে ক্যে লিয়ে তারাস্ রাহা ইয়ে দিল রোজ রোজ,
অ্যারেহ্ পাগাল, ইয়ে দ্যুরিয়া হাম দোনো কো অউর কারিব ল্যায়ে হ্যায়,
তুমহে ন্যেহি হে ইস বাত কি খোঁজ।)
তরজমা:
তোমায় দেখার জন্যে তৃষ্ণার্ত হচ্ছে এই মনটা রোজ রোজ,
আরে পাগল, এই দূরত্বটাই যে আমাদের দুজনকে আরও কাছে এনে দিয়েছে,
তুমি জানতেই পারলে না সে ব্যাপারটার খোঁজ!
উনত্রিশ।
Sharab nahi chodti hu, ye kitna vi paad jaye humein mehengi,
Sharab mein kabhi nehi chodrungi, nehi to tumhara nasha chadh jayegi.
(শারাব ন্যাহি ছোড়তি হু, ইয়ে কিতনা ভি প্যর জ্যায়ে হ্যামে ম্যেহেঙ্গি,
শারাব ম্যায় কাভি ন্যেহি ছড়ুঙ্গি, ন্যেহি তো তুমহারা ন্যাশা চ্যর জ্যায়েগি।)
তরজমা:
মদ আমি ছাড়ছি না, যত দামিই হোক কিংবা যতই খরচ হয়ে যাক না কেন ওসবে,
মদ আমি ছাড়বই না কখনও, ছেড়ে দিলে যে আমায় তোমার নেশাতেই পেয়ে বসবে!
ত্রিশ।
Deewar tutta hein to shunai deta hein,
Aaina tutta hein to dekhai deta hein,
Magar jab kisi ka dil tutta hein,
To na hi kisi ko shunai deta aur na hi dekhai deta.
Kyunki agar waisa hota na to duniyawalo,
Tum logo ki paas chupne ke liye jagah nahi milta.
(দিওয়ার টুটতা হ্যায় তো শুনাই দেতা হ্যায়,
অ্যাইনা টুটতা হ্যায় তো দ্যিখাই দেতা হ্যায়,
মাগার জাব কিসি কা দিল টুটতা হ্যায়,
তো না হি কিসি কো শুনাই দেতা অউর না হি দ্যিখাই দেতা।
ক্যিউকি আগার ওয়েসা হোতা না তো দুনিয়াওয়ালো,
তুম লোগো কি পাস্ ছুপনে
ক্যে লিয়ে জাগাহ্ ন্যাহি মিলতা।)
তরজমা:
দেয়াল ভেঙে গেলে শব্দ শোনা যায়,
আয়না ভেঙে গেলে ভাঙা কাচের টুকরোগুলো দেখা যায়,
কিন্তু যখন কারুর হৃদয় ভাঙে,
তখন সেটা ভাঙার শব্দও যায় না শোনা, ভাঙা হৃদয়ের টুকরোগুলোও যায় না দেখা।
যদি সেইরকম কিছু হতোই, তো, হে পৃথিবীর মানুষ,
তোমাদের লুকোনোর জন্য কোনও জায়গাই অবশিষ্ট থাকত না আর।
একত্রিশ।
কড়া রৌদ্রে ঘেমে নেয়ে একাকার হয়ে যাওয়া তোমার শব্দভাণ্ডার থেকে কিছু শব্দ চেয়ে নেবো,...
দেবে তো আমায়?
শব্দগুলো পাশাপাশি রেখে,
তোমায় দারুণ একটা কবিতা উপহার দেবো।
বত্রিশ।
আগে ভাবতাম, যা হয়, তা বুঝি ভালোর জন্যই হয়।
তোমাকে হারিয়ে মনে হয়,
সে ভালো দিয়ে আমি কী করব, যে ভালোতে তুমিই নেই?
প্রিয়, আমি তো তোমাকে ছেড়ে বাঁচতে চাইনি কখনও,
আমি যে তোমাকে নিয়েই মরতে চেয়েছি সবসময়ই!
তেত্রিশ।
তুমি সেদিন চলে যাবে বলে অনুমতি চাইলে খুব!
আরে, তুমি চাইলে প্রাণটাই দিয়ে দিতে পারি যেখানে,
সেখানে চলে যেতে দিতে আমার বাধবে নাকি?
চৌত্রিশ।
বলো, প্রেমিক কাকে বলে?
তার চেয়ে বরং জিজ্ঞেস করতে যদি মুসাফির কাকে বলে!
বলো, ভালোবাসা কাকে বলে?
তার চেয়ে বরং জিজ্ঞেস করতে যদি আকাশ কাকে বলে!
বলো, অপেক্ষা কাকে বলে?
তার চেয়ে বরং জিজ্ঞেস করতে যদি সমুদ্রের জল কাকে বলে!
পঁয়ত্রিশ।
এ জীবনে তোমায় পেলাম না, আফসোস নেই!
তবে তোমায় পেলে তোমায় অনেক ভালো রাখতে পারতাম,
...তা আর পারলাম কোথায়!---আফসোস শুধু এইটুকুই!
ছত্রিশ।
সত্যিকারের ভালোবাসার দেখা যদি পাও খুব দেরিতেও, জেনো, তুমি বড়ো ভাগ্যবান!
প্রায় মানুষ‌ই পুরোটা জীবন খর্চা করেও তার পায় না দেখা, মৃত্যুই শুধু আনে ফরমান!
সাঁইত্রিশ।
ভালোথাকা ধারণ করতে আয়ু না, কেবল এই মুহূর্তটুকু লাগে। এসো, ভালো থাকি। এসো, ভালো রাখি। এসো, মুহূর্তকে বাঁধাই করে রাখি!
আমি ভালোথাকার পক্ষে...ভালোবাসার অমরত্ব ইদানীং বড্ড ভারী লাগে!
 
Content Protection by DMCA.com