মধুর মতন ভালোবাসা

একটা কঠিন সত্য কী, জানেন? যে মানুষটি আপনাকে হো হো করে হাসাতে পারে, সেই মানুষটিই আপনাকে হাউমাউ করে কাঁদানোর শক্তি রাখে।

যে মানুষটিকে আপনি যত তীব্রভাবে ভালোবাসেন, সম্পর্কের বিবর্তনে সেই মানুষটিকেই তত ভয়ংকর রকমের ঘৃণাও করতে পারবেন।

মানুষ অদ্ভুত প্রাণী। সময় তার চেয়ে আরও অদ্ভুত বিষয়।

ঘড়ির কাঁটায় ঠিক যে বারোটায় দিন হয়, ঠিক সে বারোটায় গভীর রাতও হয়।

যে ভালোবাসা যত গভীর হয়, সে ভালোবাসা, ভাঙার পর তত তীব্র ঘৃণারও হয়।

মানুষের মনটা আদতে কাচের মতো। ভাঙার পর ধারালো হয়ে যায়। যে কাচে কেটেকুটে ছারখার হয়ে যায় ভেতর-বাহির, ঘরে-বাইরে, প্রেম কিংবা ভালোবাসা সবকিছুই।

ভালোবাসা ব্যাপারটাই আসলে জলের মতো। যে জল আপনার তৃষ্ণা মিটিয়ে প্রাণ বাঁচাবে, সেই জলই আপনাকে জলে চুবিয়ে নিঃশ্বাস বন্ধ করে মারবে।

আজকের দিনে যে মানুষটিকে সবচেয়ে বেশি ঘৃণা করি, সেই মানুষটিকেই কি একদিন এই আমিই কঠিনভাবে ভালোবাসতাম না?

এত বৈপরীত্বের মাঝেও কিছু ভালোবাসা বিন্দুর মতন। এক জায়গাতেই আবর্তমান। কিছু ভালোবাসায় কখনোই ঘুনে ধরে না, ঘৃণা জন্মে না। কিছু ভালোবাসা মধুর মতন, কখনোই পচন ধরে না।
Content Protection by DMCA.com