চাই না বোঝাতে




কল্পনার পুনরাবৃত্তি ঘটলে
তুমি আমার এত বেশি কাছে আসো—
যেন ক্রমশই আমার নিঃশ্বাস ভারী হয়ে আসে
অশান্ত হৃদয়ের স্পন্দনে...

ভীষণ কষ্টে ছটফট করে
আমাদের একটুকরো স্মৃতি।
তখন আমি অঝোরে কাঁদতে থাকি—
তুমি দেখো না, তুমি জানোও না।

আমি তোমাকে চাই না বোঝাতেও—
আমি আসলে কে!