শূন্যতার অনন্ত




আমি তোমায় দেখি—
এত গভীর দৃষ্টিতে,
যেন চোখের আলো ক্ষয়ে যায়।

আমি তোমায় ছুঁই—
এত যত্নে,
যেন শিরা-উপশিরায়
রক্তের গতি থমকে যায়।

আমি তোমায় আলিঙ্গন করি—
এত দীর্ঘসময় নিয়ে,
যেন ক্ষণিক মুহূর্ত
অনন্তকালে রূপ নেয়।

আমি তোমায় অনুভব করি—
এত নিখুঁতভাবে,
যেন নিঃশব্দে
মৃত্যুও পরাজিত হয়।

আমি তোমায় ভালোবাসি—
যার থেকে বড়ো কোনো সত্য
আমার ভাষায় স্থান পায়নি।