১. তুমি কি বুঝতে পারো,
আমাদের মাঝে কেমন
নিঃশব্দে নেমে এসেছে দূরত্ব?
তুমি বলেছিলে,
শরীরের দূরত্ব কোনো দূরত্ব নয়,
মনের আলিঙ্গনে শান্ত হয় হৃদয়।
তুমি কি টের পাও,
আজ আমার মনের পোড়া গন্ধে
নিঃশ্বাস কেমন আটকে আসে?
পাও না বোধ হয়,
নয়তো তুমি এতটাও নিষ্ঠুর তো নও!
২. তুমি অভিনয়ে আগেও ছিলে না ভালো, না আজও।
শতচেষ্টা করেও
ভালোবাসা আর মিথ্যে একই মঞ্চে আনতে পারলে না।
৩. আগে তুমি নীরব থাকতে,
তবু তোমার চোখ বলত হাজারো কথা।
এখন তুমি বলো,
তবু কেন ওই চোখদুটো এত নির্জীব লাগে?
৪. যেখানে 'লাভ'-এর উদ্দেশ্য থাকে,
সেখানে 'লাভ'-এর হার নিশ্চিত।