আমায় স্পর্শ কোরো না...
এ শরীর যদি বিদ্রোহ করে বসে?—
তুমি বরং আমায় অনুভব করো।
আমার দিকে এভাবে দীর্ঘক্ষণ
তাকিয়ে থেকো না...
এ চোখ যদি তোমার দৃষ্টির তীক্ষ্ণতার মুখোমুখি হতে না পারে?—
তুমি বরং আমার অর্ন্তদৃষ্টির রূপরেখা দেখো।
আমায় এভাবে জড়িয়ে ধোরো না...
এ নিঃশ্বাস যদি বন্ধ হয়ে আসে?—
তুমি বরং আমার দীর্ঘশ্বাস নিঃশব্দে চেপে ধরো।
তুমি আমার জন্য অপেক্ষা কোরো না...
এ দেহ যদি মাটিতে লুটিয়ে পড়ে?—
তুমি বরং আমার রক্তবিন্দুতে মিশে থাকো।
তুমি আমার ঠোঁটে সুখ রেখো না...
এ ক্ষত যদি শুকোতে না চায়?—
তুমি বরং আমার অসুখে সজাগ থেকো।
তুমি আমায় খুঁজতে যেয়ো না...
এ সময় যদি থমকে দাঁড়ায়?—
তুমি বরং আমার আত্মাকে আলিঙ্গন করো।