আমি খুব ভালো করেই জানি,
সেদিন রাতে—
আমি কেন তোমাকে...
একমুহূর্তের জন্যও ছাড়তে চাইছিলাম না!
আমার কী ফুল পছন্দ, তুমি জানো না।
তবুও কৃষ্ণচূড়া সাথে নিয়ে এলে?
তুমি এভাবে অনেকক্ষণ আমার অনুভূতির কবর ছুঁয়ে থাকো...
তুমিও কিন্তু, এক বারের জন্যও,
আমাকে ছাড়োনি...
বরং, আরও বেশি শক্ত করে আমায় জড়িয়ে ধরেছিলে!
কেন করলে এমন?
আমার কষ্ট কমাতে?
না কি আমার ভালোবাসার প্রত্যুত্তর জানাতে?