অনুভূতির ভাষা কি তবে ভীষণ কঠিন?
তুমি তো সহজ করেই বলেছিলে—ভালোবাসি।
আমার উত্তর না শুনেই চলে যাবে?
তুমি আমার কতটা হয়েছ?
আমার হৃদয়ের নকশা কি—
তোমার কাছেই আছে?
তুমি হাত রাখবে...
আমার শূন্যতায়?
অনন্তকাল, রুদ্ধশ্বাসে...
বাঁধবে আমায়?
অনুভূতির ভাষা কি তবে ভীষণ কঠিন?
তুমি তো সহজ করেই বলেছিলে—ভালোবাসি।
আমার উত্তর না শুনেই চলে যাবে?
তুমি আমার কতটা হয়েছ?
আমার হৃদয়ের নকশা কি—
তোমার কাছেই আছে?
তুমি হাত রাখবে...
আমার শূন্যতায়?
অনন্তকাল, রুদ্ধশ্বাসে...
বাঁধবে আমায়?