কিছু দৃশ্যের সৌন্দর্য
ফ্রেমে বন্দি করা যায় না,
কিছু অনুভূতি
ভাষায় ব্যক্ত করা যায় না,
কিছু মুহূর্তের রেশ
সমাপ্ত হয় না।
স্বপ্নের পিছে ছুটেই
চাপা পড়ে থাকে—শত কষ্ট;
তবেই...
এ বৃষ্টি কান্না শেখায়,
তুমি শেখাও বাঁচতে;
এই লেখাই শেখায়—
নিঃশ্বাসের আকস্মিক স্বল্পতার
সার্থকতা...যেন দীর্ঘশ্বাসেই।