অন্তর্লীন স্পর্শ



: নিজের সঙ্গে বোঝাপড়াটা আপনি বেশ ভালোই রপ্ত করে ফেলেছেন, তাই তো?
এই দৌড়ে নিঃসন্দেহে আপনি অনেকটাই এগিয়ে— প্রশংসা করতেই হয়।
আপনিও কি কখনো ভেবেছিলেন, এক ভিন্নতর মহামায়ার আবিষ্টতায় আপনি ধরা দেবেন?
আপনার হৃদয়ের একান্ত বোঝাপড়ায়
তৃতীয় কোনো ব্যক্তির আবির্ভাবকে
আপনি কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন?
এতে কি আপনার সংকল্প ক্ষয়প্রাপ্ত হবে না?
আপনি আবেগের অস্তিত্ব স্বীকারে বারবার ব্যর্থ হয়েছেন,
তবু এ মহামায়ার প্রবল টানে শেষ পর্যন্ত আপনাকেই আত্মসমর্পণ করতে হয়েছে।

: আপনার দৃষ্টির তীক্ষ্ণতা তার অশ্রুতে প্রতিস্থাপিত হয়েছে—
হয়তো তাই এই মায়ার আবেশ আপনাকে পূর্ণগ্রাসে গ্রাস করেছে।
তবে কি তার দৃষ্টির নিস্তেজতায় আপনি নিজেকে আবিষ্কার করেছেন?

: আমার মনে পরম বিস্ময় জাগিয়েছে তার সুগভীর দৃষ্টি।
তবে এটুকু স্বীকারোক্তি যথেষ্ট নয়
তাকে মহাপ্রলয়ের আবেশে বশীভূত করতে।

: আপনার স্পর্শই পারে তার স্পন্দনকে জাগ্রত করে তুলতে।
আপনি কি এবারও সেই প্রণয়ের ক্ষণ এড়িয়ে যাবেন?
তা না এড়াতে পারলে আপনাকে মুখোমুখি হতে হবে বিরহের দহন—
আর আপনি নিশ্চয়ই সে অনুভূতির ভার বহনে প্রস্তুত নন।

আপনি তো নিজেকে অকারণ সংলাপের বিরহে নিমজ্জিত করতে চান না,
তবে কেন তার ভালোবাসার মুখাপেক্ষী হয়েছেন—
যদি বিরহকে সাদরে গ্রহণ করতে না পারেন?

: ভালোবাসা তো মস্তিষ্কের খেলা নয়—
এই কথাটা নিশ্চয়ই আপনি বিস্মৃত হননি?
আপনাকে হৃদয়ের গভীরে নামতেই হবে—
এবং সেটি একান্তভাবেই অনিবার্য।

আমি তাকে গ্রহণে প্রস্তুত।
আমার মনে আর কোনো সংশয় নেই।
যদি বিরহের আলিঙ্গন
তার ভালোবাসার এক ক্ষুদ্রাংশও বাঁচিয়ে রাখতে পারে,
তবে আমি অবশ্যই তা গ্রহণে প্রস্তুত।

: তবে কি আপনি ভুলে গেলেন
এই জীবনের সেই অপরিবর্তনীয় প্রতিশ্রুতি?
যার নিয়তি বিস্তৃত ছিল আপনার একান্ত অনুভবে—
সেই কথা ভুলে গিয়ে আপনি অন্য কাউকে ভালোবাসতে পারবেন?
সেই প্রতিজ্ঞা উপেক্ষা করে আপনি কি নিজেকে সত্যিকারের ভালোবাসায় উৎসর্গ করতে পারবেন?

এই আত্মবিধ্বংসী সিদ্ধান্ত হৃদয়ে আনলেন কীভাবে?
আপনি তো কোনো তৃতীয় ব্যক্তিকে হৃদয়ে স্থান দিতে পারবেন না—
আপনি নিজের কাছেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।
ভুলে গেছেন?

: না, এখন আর ফিরে যাওয়া সম্ভব নয়।
আমি তাকে চাই।
সে আমার অস্তিত্বে মিশে গেছে—
আমি যে-কোনো উপায়ে তাকে আমার পাশে রাখতে চাই।
আমার অন্তর্দৃষ্টি থেকে তাকে আলাদা করতে
আমি সম্পূর্ণভাবে অপ্রস্তুত।

: আপনি চাইলে তা পারবেন—
আপনার সে শক্তি আছে।
নিঃসন্দেহে, আপনি শিহরিত হতে চলেছেন
এক শুদ্ধতম অনুভূতির আবির্ভাবে—
তাকে আগলে রাখুন।
এই অনুভূতির রেশ আপনাকে পৌঁছে দেবে আপনার পরবর্তী গন্তব্যে।
তবে জেনে রাখুন—
এই মহামায়ার থেকে নিজেকে আলাদা করা তার পক্ষে অসম্ভব।
আপনি তাকে নিশ্চিতভাবেই
আপনার প্রণয়ের সাক্ষী করে তুলতে পারেন।