অবসানের অলেখ গল্প



অপূর্ণ! এক ভ্রান্ত শহর!
থেমে যাক কোলাহল,
নশ্বর পিছুটান।
হাত ছোঁয় প্রিয় মুখ,
মস্তিষ্কে চেনা সুর—
অম্লান স্মৃতির ঘোরে
অগোচরে অশ্রুসিক্ত চোখ;
একমুহূর্তের অব্যক্ত সুখ,
অযাচিত আবেগের কল্পিত রূপ।

এসো, অন্তর্জালে বৃষ্টি নামাই,
অতঃপর—
এক যন্ত্রণাহীন মৃত্যুর পরিশ্রুত আবরণ।

অন্তিম বিরহে নামে—
অপেক্ষমাণ সৃষ্টির বিনাশ।
পরাজিত অশুভের আস্ফালনে
তার পূর্ণাঙ্গ স্বরূপ দৃশ্যমান।

স্বর্গদ্বারে পরিস্ফুটিত বিগলিত মর্ম,
সংকীর্ণতায় পোড়ে সুতীব্র চাহনি।
স্বচ্ছ কাচের আড়ালে বিড়ম্বনার নজির,
এড়িয়ে যাবার প্রয়াসে শুভ্র হাসির ভিড়।
Content Protection by DMCA.com