চিন্তকের ক্ষণমালা

১. সবসময় ঘটা করে বিদায় বলতে নেই। মাঝেমধ্যে শুধু একচিলতে হাসি ছুড়ে দিতে হয়।

২. ফেইসবুকে পাশে থাকা যত সহজ, বাস্তবে পাশে থাকা ততোধিক কঠিন।

৩. ঈশ্বর, আমাকে তুমি গরিব বানালে, ছেঁড়া কাপড়-চোপড় দিলে, বিশ্বাসঘাতক আত্মীয়-বন্ধু দিলে; অথচ মনে এত আভিজাত্য দিলে যে, এসব কিছু এড়িয়েও আমার চোখে কেবলই হিরে ধরা দেয়! অথচ ধরা দেবার কথা ছিল নোংরামো।

৪. তুমি এখন আমার পাশে এসে বসে থাকলেও আমাকে আর পাবে না। তোমার সময় শেষ।

৫. কাছেই ছিলে, কিন্তু পাশে ছিলে কই?

৬. আমার ভেতরে এত কষ্ট যে, কোনো মানুষ সুখে আছে, এরকম 'গল্প' আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারি না।

৭. ধর্ম পালন করতে গিয়ে যদি অশান্তি করতে হয়, তার চেয়ে আমার কাছে অধর্মই ভালো।

৮. আজ কুরবানির দিনে আমি আমার ভালোবাসারও কুরবানি দিলাম। এমনভাবেই ছেড়ে দিলাম যে, এর বিপরীতে আল্লাহ যদি আমাকে দো-জাহানের যে-কোনো কিছুও চেয়ে নিতে বলেন, আমি ফিরিয়ে দেবো। এটাই আমার কুরবানি।

৯. প্রিয়, হাসিমুখে ছুরি আর কত মারবে? এবার অন্তত বিপরীত কিছু করো!

১০. এত কিছুর পরও তোমার বুকে একটু মাথা রাখতে ইচ্ছে করে। আহা, এই মাথাটাই যদি কেটে ফেলা যেত!