ঘনশ্যাম, ও গো মোর ঘনশ্যাম,
তোমার ও-বাঁশি গায় যে কেন
রাধা-রাধা নাম!
কেন কেঁদে যায় গলার ও-হার—
বুকে আমার সে হাহাকার!
আমি কী দিয়ে গো শোধি বলো
তোমার ব্যথার দাম!
তোমার ও-বাঁশি গায় যে কেন
রাধা-রাধা নাম!
ওই যমুনা…
বোঝে সে-ও, কেমন বিঁধে তীরের জ্বালা,
তুমিই কেবল বুঝলে না মোরে, ও প্রাণ-কালা!
বাঁধো কেন এমন ডোরে, বলো না প্রিয়!
বাঁধোই যদি, সরাও কেন এমনি দূরে?
দেহমন আর পরানখানি,
সবই তো দিলাম তোমার নামে!
তবু কেন শ্যাম তোমার বাঁশি
আকুল আমায় ঘরটা ছাড়ায়,
শুধু গেয়ে যায় রাধা-রাধা নাম!
(কেউ চাইলে এই লেখায় সুরারোপ করে গাইতে পারেন। তারপর ফাইলটি আমার পেইজের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন।)