কবে তুমি…

বাসনার সমুদ্র
যখন নীল জলে টলমল,
তখন হঠাৎ ভীষণ ঠান্ডায় জমে হলো বরফ।
কবে তুমি সৃষ্ট হবে?




মাটির তলে যে-অঙ্কুর জীবনের
প্রত্যাশায় মাথা তুলি তুলি করছে,
চৈত্রের নিষ্করুণ ভালোবাসা
তাকে সমাধির পাশে টেনে নিয়ে চলেছে।
কবে তুমি বর্ষা হবে?




রাত জাগা যার নিত্যসাথী,
রিভোট্রিল তাকে পারে না কাছে টেনে নিতে;
রাতের কোন প্রহরে কোন নক্ষত্র ওঠে
সব বলে দিতে পারি।
কবে তুমি নিদ্রা হবে?




তৃষিত হৃদয়ে একটি কথাই শুধু
হাহাকার তোলে…
কবে তুমি ভালোবাসা হবে?
Content Protection by DMCA.com